ছবি দুটি ভালো ভাবে দেখুন। ঢাকার ব্যস্ততম রাজপথে যানবাহনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হটাৎ মুলি বাশেঁর বেড়া। কারন'টা কি? জানার চেষ্টা করেও লাভ হলো না। আশেপাশের লোকদের সাথে কথা কলে মোটামুটি কয়েকটি কারন পাওয়া গেল। সঠিক কোন'টি তা জানার জন্য পাঠকদের দ্বারস্ত হলাম:
রাস্তার মাঝে মুলি বাশেঁর বেড়া কারন:
১) যনজট বৃদ্বি করে সরকার'কে হেনস্ত করার জন্য এটা ষড়যন্ত্রকারীদের চলমান কারসাজি;
২) লেইন ফরমূলা বাস্তবায়ন করার জন্য পুলিশ মুলি বাশেঁর বেড়া দিয়েছে, যাতে গাড়ী-ঘোড়া সব লেইন দিয়ে চলে;
৩) হটাৎ করে মুলি বাশেঁর দাম কমে যাওয়াতে ন্যায্য দামের দাবিতে "নিখিল বাংলাদেশ মুলি বাশঁ বিক্রেতা সমিতি" রাতের আঁধারে এই কাজ করেছে;
পাঠক, আপনারা বলুন কোনটি সঠিক।
বিদ্র: ছবি দুটো ঢাকার ব্যস্ততম সড়ক থেকে আজ বিকেলে তোলা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।