এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার
আজ ৯ আগস্ট সোমবার পল্টন ময়দান থেকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির গণমিছিল। এ মিছিলে লাখো মানুষের সমাবেশ ঘটবে এমনটাই আশা নেতাকর্মীদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যার সমাধান, বিএনপির কারাবন্দি নেতাদের মুক্তি, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ওয়ার্ড কাউন্সিলর নিখোঁজ চৌধুরী আলমের অনুসন্ধানসহ বিভিন্ন জনদুর্ভোগ লাঘবের দাবিতে এ মিছিল করবে বিএনপি। ২৭শে জুলাই দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বিকাল ৩টায় পল্টন ময়দান থেকে ওই গণমিছিলটি শুরু হয়ে পল্টন, কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।
মিছিলে অংশ নেবেন ঢাকা মহানগরসহ রাজধানীর আশপাশের ৫ জেলার অর্ধলক্ষাধিক কর্মী-সমর্থক। রমজানের আগে এটিই হবে বিএনপির সর্বশেষ আন্দোলন কর্মসূচি। তাই গণমিছিলকে সফল করতে নেয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বাধিক সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে সিনিয়র নেতাদের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ঢাকার আশপাশের জেলা গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকেও নেতা-কর্মীরা গণমিছিলে অংশ নিতে ঢাকা আসবেন।
এ জন্য দলের সিনিয়র নেতাদের মধ্যে দফায় দফায় অনুষ্ঠিত হয়েছে যৌথসভা ও প্রস্তুতি সভা। গত শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যৌথসভা করেন সিনিয়র নেতারা। শনিবার বিকালে নয়াপল্টনে দলের মহানগর কার্যালয়ে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর প্রস্তুতি সভা হয় দিনভর। সিনিয়র নেতাদের ডেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে নির্দেশনা দিয়েছেন খালেদা জিয়া নিজেও। রাতেই গুলশান কার্যালয়ে দলের কয়েক জন সিনিয়র নেতা ও ঢাকার মেয়রের সঙ্গে প্রস্তুতি বৈঠক করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
গণমিছিলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ও জনমত গঠনে গত দুদিন ধরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে জনসাধারণের কাছে গণমিছিলের কারণ ব্যাখ্যা করে প্রকাশিত লিফলেট বিতরণ করেছেন দলের সিনিয়র নেতারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।