আমাদের কথা খুঁজে নিন

   

হে আমার একলা রাতের অন্তর্গত সুন্দর!



১. আড়ালখোলার শেষপ্রান্তে ভরদুপুরে পৌঁছে যাবার আগেই, আমি তোমার শুদ্ধরাতি নিধুবনের নাম জেনে গেছি, হে আমার একলা রাতের অন্তর্গত সুন্দর! তবে কি এদ্দিন তোমায় ভুল সিনানে পাঠ করেছি ? ২. যতটা যায়নি চলে তার চেয়েও বেশী কিছু রেখে গেছে ভুলে, যতটা ভুলেনি নিজে তার চে'ও বেশী ভুলে আছে সে মুসাফির; আমাকে গভীর করে চলে গেছে সে, অশান্ত অধীর আমাকে অধীর করে চলে গেছে সে, প্রশান্ত গভীর। ৩. বুকের ঝোপেতে যতো জুঁই-সাদা কালো রূপের ঝালরে যতো ঝিলম আঁধার, আধেক গিয়েছে চুরি নীলখাম রাতে আধেক নিয়েছে কেড়ে মেঠোপথ তাঁর; সে আমার, সে আমার,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ৪. আকাশ নীচে নেমে এলেই সদর দরোজায় জানলা খুলে দিতে নেই, আকাশের কোনো নিজস্ব জানলা থাকে না ঠিক যেমন জানলার কোনো নিজের আকাশ নেই; তাই আকাশ নীচে নেমে এলেই সদর দরোজায় জানলা খুলে দিতে নেই,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,। ৫. তুমিও সরোদবেলা সাঁঝবাতির ছায়ার কাছে প্রাণহীন অন্ধকারের প্রদীপ খোঁজো নারী ! অথচ তোমাকেই প্রদীপ করে স্মরণের সুরসাগরে আমি ছেঁড়াতার একতারাটা কত্ত দিয়েছি পাড়ি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।