আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ভূ-খন্ডে পাকিস্তানের সীমানা পিলার...??

salehin.arshady@gmail.com

আমার পোস্টের বেশীর ভাগই ভ্রমন কাহিনী। আজকে ও একটি ভ্রমন কাহিনী লিখতে বসেছিলাম। কোন কোন ছবির আপলোড করব সেগুলো আলাদা করতে করতে হঠাৎ একটি ছবিতে চোখ আটকে গেল। মন-মেজাজ এতটাই খারাপ হয়ে গেল যে আর লিখতেই ইচ্ছা করল না। কিন্তু এরই সাথে অনেক জরুরী একটি ইস্যু সবার কাছে তুলে না ধরেও পারছি না।

কয়েকদিন আগে গিয়েছিলাম সোমেশ্বরীর কোলের অতীব সৌম্য পাহাড়ী উপত্যকা বিরিশিরি। বাংলাদেশের আর কোন জায়গায় যেতে এতটা মনে হয় কষ্ট সহ্য করতে হয় না বলেই আমার মনে হয়। বিরিশিরি, সুসং-দূর্গাপুরের সৌন্দর্য সবাই কে মুগ্ধ করবে। সুসং-দূর্গাপুরের সৌন্দর্য বর্ননা আর এক দিন না হয় করা যাবে। মূল কথায় আসি... নেত্রকোনার দূর্গাপুর উপজেলা ভারতের ঠিক কোল ঘেষে অবস্থিত।

এখনেও বিএসএফ এর তান্ডব সমান তালেই চলে। আমরা যেদিন যাই সেদিন ই বিএসএফ এর গুলীতে বাংলাদেশের দুজন নিরীহ গ্রামবাসী মারা যায়। তখন ই আমরা ভারত-বাংলাদেশ বর্ডার টা দেখতে যাই। গারো পাহাড়ের ঠিক নীচেই এই বর্ডারটি। এর ঠিক মাঝ দিয়ে একটি পাহাড়ী ছড়া নেমে এসেছে ভারত থেকে, বাংলাদেশের বুকে।

লোকাল উপজাতীয়রা এই ছড়া থেকেই তাদের প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। আমাদের ইচ্ছা ছিল, লুকিয়ে ভারতের ভূ-খন্ডে প্রবেশ করে ঐ পাহাড়ী ঝর্না টা দেখা, যেটা থেকে ছড়া টা বের হয়েছে। অনেকেই আমাদের সাবধান করে দিল, বিএসএফ নাকি দেখা মাত্রই গুলি করে দেয়, তাই আমরা যেন সেখানে না যাই। কিন্তু না গেলে এই অবাক করা দুঃখজনক আর গ্লানিকর ব্যাপার টা আমাদের চোখে পড়ত না। নীচের ছবিটি দেখে নিন... দূর্গাপুরের স্যাটেলাইট ইমেজ।

এটা বাংলাদেশ-ভারতের বর্ডার। কিন্তু আন্তর্জাতিক সীমানা খুঁটিতে লিখা আছে এটা ভারত-পাকিস্তানের সীমানা। বাংলাদেশের অন্যান্য বর্ডারে কি অবস্থা আমি জানি না। কিন্তু দূর্গাপুরে এটাই লিখা। এখন প্রশ্ন হল- বাংলাদেশ যদি একটি স্বাধীন ভূ-খন্ড হয় তাহলে এর আন্তর্জাতিক সীমানা পিলারে পাকিস্তানের নাম কেন লিখা থাকবে? ১৯৭১ সালে যদি আমরা আসলেই স্বাধীনতা পেয়ে থাকি তাহলে এটা কি?? ৩৯ বছর পরেও আমরা আমাদের সীমানা খুটি পাল্টাতে পারলাম না??? এটাকেই কি স্বাধীনতা বলে?? এটাই কি সার্বভৌমত্ব?? আমাদের সরকার কি এই ব্যাপার টি জানে না?? এর পিছনে কারন টা কি? গত ৩৯ বছরে কম সরকার আসে নি, কেউ কি ব্যাপার টা জানে না? নাকি জেনেও তারা নির্লিপ্ত বসে আছে? কারন যেটাই হোক না কেন, একজন গর্বিত বাংলাদেশী হিসেবে যখন আমি এটা প্রত্যক্ষ করলাম লজ্জায় আমার মাথা হেট হয়ে গেল।

এখন আমাদের উচিত এই ইস্যুটি সরকারের দৃষ্টিগোচর করা। কিভাবে এই জঘন্য বিষয়টি জাতির সামনে তুলে ধরা যেতে পারে???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।