আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা rap শুনবেন?? কিছু লিরিক্স দিলাম । কিছু হিস্টোরি দিলাম। গানগুলো শুনে দেখেন .. আশা করি ভালো লাগবে।

ফুলটাইম ক্রুয়েল জোকার, পার্ট টাইম সিরিয়াস

আমরা যারা rap ধাচের গান পছন্দ করি তারা এমিনেম, একন, লিংকিন পার্ক ... আরো ম্যালা ম্যালা শিল্পীদের গান শুইনা মাথা দুলাই। ভাব মারি। তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, বাংলা rap কিন্তু অনেক দূর এগিয়েছে। ইংলিশ rapper দের rap গুলা আমার কাছে গন্ডিবদ্ধ মনে হয়। আমি-তুমির ধারা থেকে খুব বেশি বের হয় নি।

আর গালি গালাজের তো অভাব নাই। কি আর করা, যস্মিন দেশে যদাচার। সেই তুলনায় বাংলা rap এর লিরিক্স গুলা অনেক ভালো আর বৈচিত্রময়। তর্ক করব না । এটা নিতান্তই আমার ব্যক্তিগত মত।

এমনই কিছু বাংলা rap লিরিক্স সহ দিলাম। যদি ভালো লাগে আরো দেবো । ইকটু খানি তেনা পেচাই। প্রথম বাংলা গানে rap শুনছিলাম, আর্কের জন্মভূমি এলবাম এ পঞ্চমের গাওয়া "ও মনা তুই ভাবিস কেন" গানে। ওটাতে আশিকুজ্জামান টুলু, হাসান, আর পঞ্চম ছিলো।

তারপর ১২-১৩ বছর এরকম কোনো গান পাই নি। এরপর হাবিব ফিচারিং কায়া "কৃষ্ণ" এলবামে। এখানে হাসান রাজা, শাহ আব্দুল করিমের গান rap ধাচ এ গাওয়া হয়ে ছিল। এরপর ফুয়াদ এর ভেরিয়েশন ২৫, ২৫.২, রিভোলুশন, আর কিছু কিছু অ্যালবামে পাইছি। তবে সেগুলো বাংলার চেয়ে ইংরেজিই বেশি।

বিশুদ্ধ বাংলা rap ধাচের গান (আই মিন গানের বেশির ভাগ টা বাংলা rap আর অল্প কিছু ইংলিশ) শুনি প্রথম, স্টোয়িক ব্লিসের "লাইট ইয়ারস এহেড" দিয়ে । এই এলবামের আবার জিগায়, আসো আমরা নেচে যাই, ব্যাডম্যান, শতাব্দির প্রান্তে, বাংলাদেশ, ফিরে এসেছি , তোমার মায়াবি চোখে বেশ কিছু ওসাম ট্র্যাকস। এরপর কল্পনার বাইরে এলবামে, এসে আবার জিগায়-২, এসিড, পাখি পাকা পেপে খায়, ফায়ার লাইক এ ড্রাগন, শতাব্দির প্রান্তে-২ এগুলোও সুন্দর ট্র্যাকস। কাজি, এসিড এরা খুব ভালো rapper। লাল মিয়ার গান শুনছেন ??? ইনি বিশুদ্ধ সিলেটি rapper ।

এন্ড নো ডাউট হি ইজ ওয়ান অব দা বস ইন বাংলা rap। ইনার এলবাম টা শুনে দেখেন "ছয় নম্বর বিপদ সংকেত"। এমিনেম, টেমিনেম আর ভালো লাগব না । লাল মিয়া দরকার না পড়লে কখনোই ইংলিশ ঢুকান না rap এ। আস্তে আস্তে সবার টা নিয়াই পোস্ট দিমু যদি আপনাদের ভালো লাগে।

না লাগলে আর দিমু না । বর্তমানে জ্যাসপার, এডি, এদের rap গুলা সব জোসস হয়। এদের প্রথম এলবাম কাটা তারের বেড়া, দ্বিতীয় এলবাম থিওলজি অব rap। আজকে কাটা তারের বেড়া আর থিওলজি অব rap থেকে কিছু লিরিক্স দেবো ডাউনলোড লিংক সহ। বাংলা rap এর লিরিক্স পা্ওয়া খুবই কঠিন।

সব এলবাম নেটে পাওয়াও কঠিন। নিজে অনেক বার শুনে যেগুলো উদ্ধার করতে পারছি, সেগুলো এখানে দিচ্ছি। ্ও হ্যা rap এর ইংলিশ অংশ যতটুকু বুঝি, ততটুকু দেবো, বাকিটা দিতে পারব না কারণ যেহেতু, এটা আমি শুনে শুনে মুখস্ত করছি এবং এটা দ্রুতলয়ের গান, ঠিকমতো ইংলিশ টা ধরতে পারাটা আমার জন্য আম পাবলিকের কাছে কঠিন ১. কেনো নিলে এই পথ এলবাম: কাটা তারের বেড়া ডাউনলোড লিংক: কেনো নিলে এই পথ প্লে গ্রুপ থেকে, গ্রেইট সেভেন, ভালো ভাবে কাটলো বন্ধুর পাল্লায় সিগারেট ধরল ধোয়া বের হতো উইথ এভরি নিঃশ্বাস আড্ডায় খেতে খেতে হয়ে গেলো অভ্যাস। এখন ছাড়তেও পারে না , পারলেও ছাড়ে না অকালে মৃত্যু হয় তাও সে মানে না দরকারে বাপের পকেট, মায়ের পার্টস দোকানে বাকি রেখে, মিটিয়েছো থার্সট মেট্রিক, ও-লেভেল, মাথা ভরা টেনশন সারাদিনে লেগে যেত এক প্যাক বেনসন মা যখন বলতো গায়ে কেন গন্ধ চিল্লিয়ে বলতে মা তুমি অন্ধ। রাস্তায়, হোটেলে, কোচিং এ, দোকানে, বিড়ি সিগারেট সবাই খায় সবখানে মিথ্যের আশ্রয়ে আর কত দিন মনে হবে একদিন তরুণ ছিল রঙীন।

কেনো নিলে এই রং, কেনো এই পথ, কেনো, এই সূচ কেন (২ বার) পরীক্ষা শেষে ঘটালে, জীবনের ধ্বংস কাছ দিয়ে , পোটলা খুলে, করলে খুচরো অংশ। কেউ বলেছিল দোস্ত একবার খা, মন করেছে বিশ্বাস যেন তুমি রাজা। গাজা খেয়ে ,ফুটপাতে বসে, বলেছ বুদ্ধি খান গাড়ি দিয়ে কেড়ে নেবে থার্টি টু ফিফটি । বন্ধুর বুকে ছুরি নিয়ে নিলে স্যাটি ট্র্যাটু রিটেলিয়েইট (উচ্চারণ টা এমন) তুমি দিলে এক থ্রেট সে দিলো এক ব্লেড রাস্তা ভরা পোলাপান হঠাৎ করে পিছ দিয়ে ক্ষুর দিলো টান .. তুমি রক্তাক্ত মেডিনোভা কেবিন ৭ চোখ খুলে দেখ তোমর পুরো পরিবার। তাও মন মানল না ভুল আর ভাংলোনা গ্যাঞ্জাম গাজা চলল কেউ জানলো না মিথ্যের আশ্রয়ে আর কত দিন মনে হবে একদিন তরুণ ছিল রঙীন।

কেনো নিলে এই রং, এই ডোজ কেনো, কেনো এই পথ, কেনো, এই সূচ কেন (২ বার) সকালে উঠে মনে মনে তুমি বলতে সারাদিন যেন তুমি ভালো ভাবে চলতে অসুখ হয়নি তাও খেয়েছো পিল পুড়িয়েছো তুমি অনেক .,লাল-হলুদ-নিল আজকে কনসার্ট আছে, কিছু টাকা দাও বাবা এই বলে সঙ্গীর সাথে খেতে যেতে ইয়াবা করেছো কি চিন্তা কই তুমি যাচ্ছ?? যাস্ট টু বি কুল কি তুমি খাচ্ছ?? নিজের শরীর নিজে করেছ নষ্ট এই তোমার মায়ের দশ মাসের কষ্ট ??? কেউ চিন্তাও করেনি এই দিন দেখবে, রঙ্গীন তরুণ .. কবে তুমি ফিরবে?? মিথ্যের আশ্রয়ে আর কত দিন মনে হবে একদিন তরুণ ছিল রঙীন। কেনো নিলে এই রং, এই ডোজ কেনো, কেনো এই পথ, কেনো, এই সূচ কেন (২ বার) ২. মুদ্রার এপিঠ ্ওপিঠ এলবাম: থিওলজি অব rap ডাউনলোড লিংকঃ মুদ্রার এপিঠ ওপিঠ ইন্ট্রোঃ (দেশের হাজারো তরুণ আজ ধ্বংসের পথে, মাদকতার কবলে। তবে দোষ টা যে কার , সেটা বলা মুশকিল। কিন্তু আমাদের কখনোই এই বিপথগামী ভাই-বোন দের ঘৃণা করা উচিত নয়। ঘৃণা করা উচিত মাদকতাকে।

আসুন এরকমই কিছু মানুষের কথা শুনি) গানজা খাইয়া, মাইতা থাকি, মায়ায় চাই না মাতামাতি ফেন্সি খাইয়া, উল্টাই থাকি, মরণের আর কি রাখছি বাকি ??? চব্বিশ ঘন্টা নেশায় মাথা, পৃথিবী থাকে জুয়ায় ভাসা, ডিলার থাকে গলির চিপায়, ফেন্সি খাইয়া শরির কাপায় এইভাবে জীবন কাটাই, টেনশন ছাড়া টাকা উড়াই মা বাপরে দিলাম কষ্ট, ড্রাগস কইরা হইলাম নষ্ট। এক টাকায় শেখ দিলে, দুই টাকায় পলমল, দুই আর তিনের মাঝে গোল্ডলিফ নিয়ে চল পাচ টাকায় বেনসন, নাই কোনো টেনসন মার্লবোরো সুখটান, খুজি রিকৃয়েশন। একটানে গানজা,হয়ে যায় নেশা দুই টান থেকে নেশা হয়ে যায় পেশা। তিন টানের জন্য আমি মারি বাপের পকেট না পাইলে মারে খাই আম্মার লকেট। ঘরেরছি বোতল থেকে ভরা ফেনসিডিল বাবা কয় সবুর কর আস্তে আস্তে গিল।

অনেকদিন হয় না পুলিশের সাক্ষাত, অনেকদিন খাইনা জেলখানার ডালভাত। এসবের জন্য আমি হন্য হয়ে ঘুরি, নো ওয়ান নোজ মাই এক্স গার্ল ফ্রেন্ড। গানজা খাইয়া....(২) ছাদের উপর থেকে নিচে তো রাখছি মদের বোতল ঢিপায় কাঠের বক্সের ভেতরে কতবার রাখছি গানজার প্যাকেট লুকায়। বাইরে ফাপড় দেখাতে গিয়াতো শেষে গর্ততে পড়ছি হিন্দায় এখন জীবন আর মরণের মাঝে নিজেরে রাখছি ঝুলায়। ড্রাগ হাতে বিষ নিয়ে ঝুলতে তো থাকি এমন কোনো দিন নাই যেদিন আমার নিজের আর্তনাদ আমি নিজের কানে শুনিনাই.......কোনোদিন মাথাতে বস্তি, ভেতরে আমি সিরাপ নিতে ছুটি রগ কেটে নিজের রক্তকে দেখে আমি নিজেই আতকে উঠি।

শিরাতে শিরাতে নেশা আমার ভেতরে বাইরে ঠাসা আমি বুঝিনা, বুঝতে চাইও না আমার জীবনের হতাশা আমার সকাল থেকে রাতে গাজা সিরাপ মদ এর সাথে। আমার ঘুরতেছে মাথাতে , মৃদু নেশারই দাপটে। আমি রাস্তাতে থাকি পড়ে, ভয়ানক এ নেশার তোড়ে মনের জ্বরে, আমি ঢেকে তো রাখি সত্য কে অনেক দূরে। উই গো এহেড, আমি নেশাতে থাকি তোমাদের শহরে কেন দেখছ না আমি কিভাবে যাচ্ছি ধ্বংসের দিকে সরে!!! গানজা খাইয়া .. (২ বার) দ্বিতীয় ভয়েস (এডি): নও তুমি বোকা, কই হারিয়ে ফেলেছ সেই একগ্রতা নেশা করে কত যুবক আজ বাস্তুহারা , কেন তোমাদের মাঝে এতো অস্থিরতা?? জলদি ফেল ঝেড়ে হতাশা, আহবান জানাই বদলাও মানষিকতা। ... ভালো কাজ করব, পড়াশোনা করব, বাবা মায়ের খেয়াল আমি রাখব।

সামাজিক কর্মে লেগে আমি থাকব । মানুষের মতো মানুষ হয়ে চলব। ...... কেমন লাগল জানাবেন। সবার ভালো লাগার কথা না। আমি বাংলা rap এর পোকা তো ।

তাই পোস্টাইলাম। তারপরও জানাবেন কেমন লাগল গান দুটা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।