বাংলাদেশ আর বিশ্ব মিডিয়ার আড়ি বহুদিনের। স্বাধীনতা ও স্বনির্ভরতার পর থেকেই বললেও হয়তো বেশি বলা হবে না।
সাভারের মর্মান্তিক দুর্ঘটনা থেকে বিশ্ব মিডিয়া আর তথাকথিত অ্যানালিস্টরা কি নিলো? সারা বাংলাদেশ যখন শোকে স্তব্ধ - তখনই কিন্তু পৃথিবীর বিভিন্ন মিডিয়ায় আর আলোচনায় উঠে এসেছে আমাদের দেশের একটা নতুন চিত্র। সে চিত্র লাশের আলিঙ্গনের। সে চিত্র ধ্বংসস্তুপের।
সে চিত্র ৭০ ডলার বেতন পাওয়া এযুগের কৃতদাসের। সে চিত্র এমন এক দেশের যেখানে তৈরি কাপড় কিনতেও এখন পশ্চিমা ক্রেতাদের আপত্তি।
ট্রিস্টান নামক ব্র্যান্ডের স্টোর ব্যানার দেখুন।
বিল্ডিং ধ্বসের ঘটনার জের ধরে কিন্তু বিশ্বের ইস্যু-তালিকায় ভিয়েতনাম/ইন্দোনেশিয়ায় বাণিজ্য স্থানান্তর থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত চলে আসছে। এসব কিছুর মাঝে কি হারিয়ে যাচ্ছে কিছু? এমন কিছু যেটা আমাদের অর্জন? যেটা আমাদের প্রাপ্তি?
পড়ুন আমার ওয়ার্ডপ্রেস পোস্ট ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।