বিধিরে
বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না
আমার গেহ ভরা সুখ দিয়েছিস
স্নেহ ভরা মন
স্বভাবটাকে মিছে মিছে করলি উচাটন
গেহ ভরা সুখ দিয়েছিস
স্নেহ ভরা মন
স্বভাবটাকে মিছে মিছে করলি উচাটন
এই বেহায়া মনকে বাঁধে এমন একটা
মধুমতি মনকে দিলিনা
এই বেহায়া মনকে বাঁধে এমন একটা
মধুমতি মনকে দিলিনা
বিধিরে আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না
আমি বিঁষের জ্বালায় জ্বলে পুড়ি
কিসের অপরাধ
পুড়লো না মোর এই জীবনের একটুখানি সাধ
দুচোখ ভরা জল দিয়েছিস
আষাঢ শ্রাবন মাসে কোনো সঙ্গি দিলিনা
দুচোখ ভরা জল দিয়েছিস
আষাঢ শ্রাবন মাসে কোনো সঙ্গি দিলিনা......
বিধিরে..............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।