আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই
প্রথমবারের টিউশনিটা ছেড়েছিলাম
এরপর প্রথম চাকুরিটাও।
তারপর আর নিজ থেকে কিছু ছাড়তে হয়নি
প্রেম-প্রেমিকা-
ভালোলাগা মুহূত'-সব একে একে গেছে ছেড়ে
বুকের কষ্টটাই আছে শুধু জমে।
নব প্রেমের হিল্লোলে ইদানিং শিহরন এসেছে-
ভুল!
আবারো প্রেম এসেছিলো।
কপো'রেট প্রেম থেকে মুক্তি প্রাথ'নীয়
দেবে কি আমায় ছুটি-প্রথমবারের টিউশনির মতন?
আমি ইষ্তফা দিতে চাই।
প্রেম থেকে সাময়িক ভ্যাকেশন এর নাম করে-
নিরবে-
দে ছুট।
কেননা,
আমার ধারনা
তুমি আর আমায় বুঝোনা- বুঝবে না
থাকুক আমার এই যাতনা।
মনের গহিনেই থাকি বসে,
লুকিয়ে।
দেবে কি প্রেমের ইষ্তফা?
তোমার অপিসে আমার আর ভালোলাগেনা
বেতন কেটে অনিদি'ষ্টকালের ছুটি দাও আমায়
হে আমার সাবেক প্রেমিকারা!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।