আমেরিকার ইলিনয় রাজ্যের এবং মধ্য-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর শিকাগো। প্রতিবছর কয়েক লাখ মানুষ এই শহরে যায় শুধুমাত্র ভ্রমণের খাতিরে। দারুণ বাতাস থাকে বলে এই শহরের অন্য নাম "Windy City"
শিকাগোর আকাশ। উঁচু উঁচু কাঁচ আর আর ইস্পাতের তৈরী স্থাপনার ছড়াছড়ি।
ছবির নীচের এই ওয়াটার ট্যাক্সিগুলো গ্রীষ্মে দারুণ জনপ্রিয় শিকাগো শহরে।
শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন এই ট্যাক্সি করে।
দ্যা বিন নামে পরিচিত স্টীলের এই স্থাপনার আসল নাম ক্লাউড গেইট। বাংলায় কি হবে? মেঘ দুয়ার?
শিকাগো ট্রিবিউনের অফিস।
শিকাগো নদী
ক্রাউন ফাউন্টেইন। যেখানে কিছুক্ষন পর পর ভেসে উঠে শিকাগো শহরের কোন বাসিন্দা অথবা পর্যটকের ছবি।
নেভী পিয়ার পার্ক
ফেরিস হুইল থেকে শিকাগো শহর।
সিয়ার্স টাওয়ার, যেটি বর্তমানে উইলিস টাওয়ার হিসেবে পরিচিত।
আকাশছোঁয়া আরো স্থাপনার মাঝে সিয়ার্স টাওয়ার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।