আমাদের কথা খুঁজে নিন

   

আজো ভালোবাসা অপূর্ণ !

অনেক জটিলতার মাঝে একটু প্রশান্তির আশায় ছুটে চলা।

তোমার পরিচয় আজো অজানা, চাইতেও পারি না তা- তোমার কাছে। 'তুমি কে? কি তোমার পরিচয়?' -বলো নি তুমি আমার কাছে। দেখেছি তোমার চোখ দু'টো শুধু, বলো নি কথা আমার সাথে, আমিও পারি নি কখনো কোথাও তোমার সাথে বলতে কথা। সামনে আমার তুমি দাঁড়াও না, পাশ কেটে চলে যাও দূরে; আমিও পারি না পথের মাঝে তোমায় থামিয়ে সামনে দাঁড়াতে।

অপারগ আমি, শুধু দেখে যাই, তবু পারি না বলতে কখনো- তোমার সাথে দু'-একটি কথা! জানতে পারি না, ভালোবাসো কি-না? -আমাকে নয়তো যে কোনো জনকে। বুঝতে পারি নি এখনো আমি- তোমায় নতুবা তোমার কথা। যখনই দেখি তাকিয়ে আছ, আমি হারিয়ে যাই বহুদূরে যেন, আমার দিকে তাকিয়ে তুমি আনমনে শুধু কি কথা বলো? -আমি বুঝিনি তো। ঘৃণা ছুড়ে দাও? নাকি ভালোবসো? বুঝি না আমি কিছুতেই কেন? -তোমার না বলা কথামালাগুলো। পারব কি আমি তোমায় বোঝাতে- আমার মনের শত ব্যথা-জ্বালা? ছুঁতে যেয়ে তোমায়- ফিরে ফিরে আসি, জানাতে কথা মুখ বুঁজে থাকি, কাছে না যেয়ে দুরে সরে যাই, -এমন আচরণে তুমি কি অবাক? বুঝতে পারি না- তোমাকে আমি, বুঝি না আমার ভালোবাসাটাকেও।

তোমায় ঘিরে আমার প্রাণে- পুলকিত যত ভালোবাসা গড়ে, জানি না, বুঝি না কিছুতেই আমি তার সবটুকু পূর্ণ কি-না। -অভি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।