আমাদের কথা খুঁজে নিন

   

ডি ক্রুইফের দলে আবার পরিবর্তন

বাদ পড়েছেন দুই ডিফেন্ডার কেষ্ট কুমার ও ইয়ামিন আহমেদ মুন্না, আর দলে এসেছেন মিডফিল্ডার মোনায়েম খান রাজু। এদিকে অধিনায়ক ও মিডফিল্ডার মামুনুল ইসলামের চোট নিয়ে দুশ্চিন্তা কাটেনি। বুধবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে ডান হাঁটুতে ব্যথা পান তিনি। মামুনুল জানিয়েছেন, “ডান হাঁটুতে ব্যথা আছে, তবে খুব বেশি নয়। শনিবার এমআরআই রিপোর্ট দেখে চোটের অবস্থা বোঝা যাবে।

আশা করি নেপাল রওনা দেয়ার আগেই সেরে উঠবো। ” ডি ক্রুইফ বলেন, “মামুনুলের চোট আমাদের জন্য বড় এক দুশ্চিন্তা। সে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। আশা করি সে দ্রুত সেরে উঠবে। ” জাতীয় দলের কোচ জানিয়েছেন, এখন ক্যাম্পে ২২ জন থাকলেও নেপাল রওনা দেয়ার আগে ২০ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

আপাতত ক্যাম্পে আছেন বিপ্লব ভট্টাচার্য্য, মামুন খান, শহীদুল আলম সোহেল, নাসির চৌধুরী, আরিফুল ইসলাম, রেজাউল করিম, ওয়ালী ফয়সাল, আশরাফ মাহমুদ লিঙ্কন, রায়হানুল ইসলাম, আতিকুর রহমান মিশু, মামুনুল ইসলাম, জামাল ভূঁইয়া, ইমন বাবু, সোহেল রানা, মিঠুন চৌধুরী, জাহিদ হোসেন, মোবারক হোসেন, মোনায়েম খান রাজু, জাহিদ হাসান এমিলি, শাখাওয়াত হোসেন রনি, তকলিস আহমেদ ও ওয়াহেদ আহমেদ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।