আমাদের কথা খুঁজে নিন

   

হলি ফ্যামিলী হাসপাতালের ডাক্তার আকবর আলীকে কেন গণধোলাই দেওয়া হবে না?

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

হলি ফ্যামিলী হাসপাতালে ডাক্তার আকবর আলীর কান্ড অপারেশন না করেই ৮০ হাজার টাকা প্রতারণা, রোগীর অবস্থা সঙ্গীন হলি ফ্যামিলী হাসপাতালে ডাক্তার আকবর আলী কিডনী অপারেশনের নামে মাদারীপুরের এক রোগীর ৮০ হাজার টাকা মেরে দিয়েছেন। আসলে তিনি রোগীর কিডনী অপারেশনই করেননি। রোগী নিজে হেটে এসে ২৫ জুন ২০১০ তারিখ হলি ফ্যামিলী হাসপাতালে ভর্তি... হয়েছিলেন। এখন তার বিছানা থেকে নামাতো দূরের কথা, বিছানার উপরে নড়াচড়া করাই কষ্ট।

অথচ ঐ ঘটনায় ডাক্তার আকবর আলীর কোন শাস্তি হবে না। হলি ফ্যামিলী কর্তৃপক্ষ নানা প্রকার বিবৃতি দিয়ে বুঝিয়ে দিবেন, এ ব্যাপারে তাদের কোন দায়-দায়িত্ব নাই। বাংলাদেশের তাবৎ ডাক্তার, ডাক্তারদের সংগঠন বিএমএ, এমনকি স্বাস্থ্য মন্ত্রীও ডাক্তার আকবর আলীর কোন দোষ দেখবেন না। তারা বিবৃতি দিয়ে এবং টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবেন, "রোগীর চিকিৎসায় কোন ভূল হয়নি", "আকবর আলী কোন ভূল করেননি", "আকবর আলী ভাল ডাক্তার" ইত্যাদি, ইত্যাদি। আকবর আলীর মত তারাও হয়তো এখন বলবেন, "রোগীর আরো চিকিৎসা দরকার এবং তার জন্য আরো টাকা লাগবে।

" অথচ এই হাসপাতালের নাম দেখে ভক্তি ভরে মানুষ এখানে আসে--- "হলি ফ্যামিলী"----- "পবিত্র পরিবার"। আহা ডাঃ আকবর আলীদের কি পবিত্র পরিবার!!! সামান্য একটা গলার চেইন, একটি হাত ব্যাগ বা কিছু টাকা ছিনতাইয়ের জন্য দেশে কত জায়গায় কত ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে হত্যা করা হয়। এই ৮০হাজার টাকা ছিনতাইয়ের জন্য ডাঃ আকবর আলীকে কেন গণধোলাই দেওয়া হবে না? ৯০ এর দশকে ঢাকা টিকাটুলির একটি ক্লিনি...কে রাতের বেলায় এক পুরুষ ডাক্তার ১৫ বছর বয়সী অসুস্থ কিশোরী এক রোগীকে ধর্ষণ করে। এটা নিয়ে বহু হৈ চৈ হয় ঢাকা শহরে, আমরাও মিছিল করেছিলাম। এই ঘটনায় ধর্ষিত মেয়েটির ডাক্তারী পরিক্ষার টিমের নেতা হন ময়মনসিংহ বাড়ী একজন মহিলা ডাক্তার।

তাদের রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে, মেয়েটি ধর্ষিত হয়েছে¬---- এ কথা লেখার পর শেষে তারা লিখেছেন যে, ডাক্তারী পরীক্ষায় দেখা গেল মেয়েটির পুরুষ সহবাসের পূর্ব অভিজ্ঞতা ছিল। বলুন তো এই লাইনটির মানে কি? তাহলে ৫ সন্তানের মা ধর্ষিত হলে তার রির্পোটে লিখতে হবে যে, ধর্ষিতার ১০০০ বার পুরুষ সহবাসের অভিজ্ঞতা ছিল? আপনারাই বলুন আমরা কি করতে পারি। ডাক্তারদের সেবায় কৃতজ্ঞ হয়ে আমরা তাদের শ্রদ্ধা সম্মানই করতে চাই। আমরা তাদের আপন জন। আমরা চাই ডাক্তাররাও সেটা মনে রাখেন।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।