বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।
আমি জানি, এই প্রশ্নটা করার মতো অত বড় যোগ্যতা আমার এখনো হয়নি।
তারপরও করলাম।
প্রশ্নটি হচ্ছে: আপনি কি সত্যবাদী?
আজ সারাদিনে আপনি কতগুলো সত্য কথা বলেছেন?
কিংবা কতগুলো মিথ্যা কথা বলেছেন?
সত্যের শক্তি অনেক।
যদি আমরা সবাই মিলে সত্যকে লালন করতে পারি আমাদের প্রত্যেকের অন্তরে আমার মনে হয় জাতি হিসেবে আমরা হব অনেক উন্নত একটি জাতি।
সারা বিশ্ব হিংসায় জ্বলেপুড়ে মরবে।
আমরা যদি সব সময় সত্য কথা বলতে পারি তাহলে অনেক অন্যায় কাজ এমনিতেই দূর হয়ে যাবে।
স্কুলে পড়ার সময় রেপিড রিডার নামক একটি সহপাঠ ইংরেজি বই আমাদের পড়তে হত। তাতে অনেক উপদেশমূলক গল্প থাকত।
এক গল্পে ছিল এই রকম।
এক চোর প্রতি দিনের মতো সন্ধ্যা বেলায় চুরি করতে বের হয়েছে। হঠাত পথে মহানবী হজরত মুহম্মদ ( স: ) এর সাথে দেখা। তিনি চোরকে জিজ্ঞেস করলেন: তুমি কোথায় যাচ্ছ?
চোর লজ্জায় আসল কথা বলতে পারলো না। সে বলল, না, এমনি ঘুরতে বের হয়েছি।
সে বাড়ি ফিরে গেল।
পরের দিনও পথে মহানবী হজরত মুহম্মদ ( স: ) এর সাথে দেখা। তিনি চোরকে জিজ্ঞেস করলেন: তুমি কোথায় যাচ্ছ?
চোর এবারও লজ্জায় আসল কথা বলতে পারলো না। সে বলল, না, এমনি ঘুরতে বের হয়েছি। অত:পর সে বাড়ি ফিরে গেল।
একাদিক্রমে একই ঘটান ঘটতে থাকায় চোর শেষ পর্যন্ত স্থির করল সে চুরি করা ছেড়ে দেবে।
এটা আমাদের সবার জীবনেও প্রযোজ্য হতে পারে।
যে লোকটি ঘুষ খেয়ে বাসায় দামী দামী জিনিসপত্র নিয়ে আসে তাকে যদি তার প্রিয় জনেরা জিজ্ঞেস করে : এগুলো কেনার টাকা তুমি কোথায় পাও?
তাহলে লোকটি কি বলতে পারবে যে, আমি ঘুষ খাই। কিংবা আমি চাদাবাজি করি। কিংবা আমি ছিনতাই করি।
যে চোর সেও চোর কথাটি নিজের বেলায় শুনতে চায় না।
যে ডাকাত সেও ডাকাত কথাটি নিজের বেলায় শুনতে চায় না।
যে চাদাবাজ সেও চাদাবাজ কথাটি নিজের বেলায় শুনতে চায় না।
যে মাস্তান সেও মাস্তান কথাটি নিজের বেলায় শুনতে চায় না।
যে মিথ্যাবাদী সেও মিথ্যাবাদী কথাটি নিজের বেলায় শুনতে চায় না।
সত্য সবাই পছন্দ করে।
কারণ, সত্যই সুন্দর।
মিথ্যা অনেক কুৎসিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।