আমাদের কথা খুঁজে নিন

   

মশা আর কারেন্ট এর উপদ্রব



ভাই আজকালক খুব বেশি কারেন্ট জাছছে। মশার উপদ্রবও খুব বেশি। কারেন্ট চলে গেলে খুব মশা কামড়ায়। আমার মনে হয় দেশে মশার কামড় থেকে বাচার কোন ওষুধ আবিষ্কার করা উচিত। আজ রাত্রে ৭ টার দিকে কারেন্ট গেসে।

আমি মশার হাত থেকে বাচার জন্ন পায়ে খেতা দিসি। সারা শরিরে দিলে গরম লাগে। কিন্তু মশা কামড়ায় হাতে মুখে। উফ, কিজে বিরক্তিকর। মশার কামড় অনেক্ষন সজ্জ করার পর কারেন্ট আসল।

তারপর ১৫ মিনিট হতে না হতেই কারেন্ট গুরুম। দেশের সরকার কি জে করে? আমার মনে হয় এভাবে চলতে থাকলে আগামী ৫ বছরে কারেন্ট উতপাদন বাড়বে না বরং আরো কমে জাবে। কবে জে আমাদের দেশ শান্তি পুর্ণ বির্শিংখলহীন একটি দেশ হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।