আমাদের কথা খুঁজে নিন

   

এই আকাশেই হারিয়ে যাবে

সমস্ত আকাশ থেকে রাত্রি আর বৃষ্টি ঝরে পড়ে

অনুতাপের অনুরাগে যুবক শ্রমণ অরণ্যে তার গেরুয়া বসন উড়িয়ে দিল, হায় মায়ামুখ! মুক্তমায়ায় এই আকাশেই হারিয়ে যাবে তোর আকাশের সবটুকু সুখ। অধীর ঘরে ফিরছে যে কার দেখতে চাওয়া বিনতা চোখ; তিতির নাচের বিকেল বেলা, পাতাল প্লাবন বিমূর্ত শোক। এই আকাশেই হারিয়ে যাবে তোর আকাশের চিল ধূসরের তিলার্ধ সুখ - সোনাশস্য পুষ্পনোলক, সুখত্যাগী সব আষাঢ় অসুখ। এই পদ্যের খলনুড়িতে মিশিয়ে দিলাম সূর্যপ্রয়াণ - পানসি বেয়ে চলে যাওয়া দ্বীপবাসী চোখ এই বাতাসেই ঘোর কাটে না এলোমেলো দীপশিখা তোর অন্ধকারের জ্যোৎস্না অসুখ সঙ্গপ্রিয় রাত্রিবেলা আয়না দিঘীর সাততারা মুখ। নামমুদ্রার নাম দেখে নিস, অঙ্গুরীয়ের স্ফটিক হিরেয় তোর দুটি চোখ মেলে ধরিস। নিরভ্র নীল শাড়ির বুটিক আঁচল পাখায় উড়িয়ে দিলে, উড়েই যাবে ধ্রুপদ দোয়েল ভগ্নপয়ার প্রাক্-জীবনের অন্ত দেখেই পুড়বে পাখি জ্বলবে সে বুক এই আকাশেই হারিয়ে যাবে তোর আকাশের চিল ধূসরের তিলার্ধ সুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।