যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
আমাদের মাঝে অনেকেই আছে যারা হোস্টিং সাইটগুলোতে বিভিন্ন কাজে ফাইল আপলোড করে থাকে। আশা করি তাদের জন্য কাজে আসবে আমার এই পোস্ট'টি। । ।
Mirrorcreator দারুন একটি মাল্টিপল ফাইল হোস্টি সাইট।
এই সাইটে আপনি ফাইল আপলোড করে Rapidshare, Hotfile, MediaFire, Megaupload, EasyShare, DepositFiles, Uploading, Sharingmatrix, Filefactory ইত্যাদি জনপ্রিয় সাইটে ফাইল ডাউনলোডের লিঙ্ক পাবেন। কষ্ট এবং সময় দু'টোয় সাশ্রয় হবে। এতে করে যারা আপনার আপলোড করা ফাইল'টি ডাউনলোড করবে তারা তাদের পছন্দমত হোস্টিং সাইটের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে। এছাড়া কষ্ট করে আপনাকে বিভিন্ন হোস্টং সাইটে এক এক করে ফাইল আপলোড করতে হবে না।
এখন আপনি একটি সাইটে ফাইল আপলোড করবেন এবং তার বিনিময়ে পাবেন আপনার পছন্দের এবং জনপ্রিয় ১৪ টি হোস্টিং সাইটের ফাইল ডাউনলোড লিঙ্ক।
সাইটের ঠিকানা'টি হলো : http://www.mirrorcreator.com
এই সাইটে কোন প্রকার রেজিষ্টেশন করতে হবে না বা প্রিমিয়াম সদস্য হবার প্রযোজন নেই। শুধু মাত্র ওয়েব সাইট’টি তে প্রবেশ করে আপনার ফাইল আপলোড করুন এবং আপনার পছন্দের হোস্টিং সাইটগুলো নির্বাচন করে দিন। সব জনপ্রিয় হোস্টিং সাইটের তালিকা থেকে আপনার পছন্দের যে কোন ১৪ টি সাইট নিবার্চন করতে পারবেন।
আপনার ফাইল’টি আপলোড হবার পর স্বয়ংক্রিয় ভাবে আপনার নির্বাচিত হোস্টিং সাইটের ডাউনলোড লিঙ্ক আপনি পেয়ে যাবেন।
আশা করি পোস্ট'টি অনেকের কাজে আসবে।
এবং আপলোডারের সময় / ব্যান্ডউইথ বাচাঁবে। ডাউনলোডার তার পছন্দমত হোস্টিং সাইট থেকে ফাইল ডাউনলোড করতে পারবে সহজেই।
আরো জানতে এখানে দেখতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।