আমাদের কথা খুঁজে নিন

   

এক ছিলো রাজা আর এক ছিলো রাণী।

জনসমুদ্রে হারিয়ে যেতে চাই।
এক দেশে ছিল এক রাজা তার ছিলো আক রানি। রাণিমা কালো হলে কি হবে সে ছিলো ভীষণ ভালো। একদিন রাজা গেলেন বনে শিকার করতে। সেখানে এক সরোবরের ধারে দেখলেন ভীষণ সুন্দরী এক মেয়ে।

তার ত্রিভুবনে কেউ নেই। তারা পরস্পরের প্রেমে পরে গেলেন। রাজা তাকে নিজের রাজ্যে নিয়ে এলেন মহা ধুমধাম করে তাদের বিয়ে হল। কিন্তু ছোটো রানি ছিলেন এক রাক্ষসী। সেতো রাজা রাণি কে মেরে রাজ্য দখলের পরিকল্পনা করতে লাগলো।

রাজ্যের বড় রাজপুত্র ছিল অনেক শক্তিশালি আর তার বন্ধু মন্ত্রিপুত্রের ছিলো অনেক বুদ্ধি । তারা বুঝতে পারল ছোটো রাণীর অভিনয়। আকদিন রাতে তারা ছোটো রাণী কে অনুসরণ করে । দেখে সে তার নিজের রুপ ধরে হাতিশালের হাতি ধরে খাচ্ছে। তাদের অনুমান সত্যি প্রমাণিত হলো।

তখন সন্ন্যাসির মন্ত্র পড়া তীর দিয়ে রাজপুত্র তাকে আঘাত করে মেরে ফেল্ল। রাজ্যে আবার শান্তি ফিরে এল। রাজপুত্রের বিয়ে হল সুন্দরী হেলেনার সাথে। তারা সুখে দিন কাটাতে লাগল। গল্প শেষ।

এখন বিদায় ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।