“First rule of business, protect your investment.”
অতি ভালবাসায় আমরা যখন খুন হই
আজো আপনার ব্লগে গেলাম। আজও "রক্তের প্রয়োজন-০৬ ই জুলাই, ২০১০ দুপুর ২:০৫"। এই রক্তের প্রয়োজন কবে ফুরোবে আপনার বলতে পারেন ? ডিসেম্বর থেকে জুলাই, এই বিশাল সময়ে আপনার শুধু রক্তের প্রয়োজন হয়েছে আর সাংবাদিকদের নির্বোধ মনে হয়েছে।
রাসেল ( ........) বিশ্বাস করেন আপনার প্রতিদিনের নেটনামচা পড়ার জন্য আপনার ব্লগে একবার করে ঘুরে যাই, হায় প্রতি মুহূর্তে আপনি কত কিছু ভাবছেন, কত কিছুই যে মনে হচ্ছে আপনার, তা আর আমার জানা হচ্ছে কই, কিছুই যে পড়া হচ্ছেনা আমার।
রাসেলের একটি প্রিয় গান (টু মাচ লাভ উইল কিল ইউ) এর পরমানন্দীয় ভাবানুবাদ (বিরক্তির কারন না হওয়ার জন্য অতি সংক্ষেপিত)
"যে মানুষটা আমি ছিলাম এখন আমি শুধু তার ছায়া, আমার বেরুনোর হয়ত আর কোন পথ রইলনা,
এক সময় রৌদ্দুর এনেছিলাম, আজ তোমার জন্য আনা সবকিছুই তোমায় ছোট করে.....
অতি ভালবাসা'ই তোমাকে খুন করবে"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।