আজাইরা লেখা পড়ার কোনো মানে হয় না
Ginger Snaps
Rottentommatoes এ ঘুরতে ঘুরতে মুভিটার নাম পাই। হরর মুভি দেখেই ডাউনলোড করছিলাম। প্রথমেই এইটারে নিয়া বলি।
Ginger Snaps-দুই বোনের গল্প। একজন ষোড়শী Ginger আরেকজন পঞ্চদশী Bridgeitte.দুই বোনই নিজেদের অস্তিত্ব নিয়ে সন্দিহান এবং মৃত্যু নিয়ে আগ্রহী।
নিজেদের মাঝে তারা অংগীকারও করে যে একজন মারা গেলে আরেকজনও আত্মহত্যা করবে। শহরের সবাই এদের এড়িয়ে চলে কারণ সবার কাছেই তারা অদ্ভুত।
নিজেদের মনোবাসনা পূরণার্থে এক রাতে যখন তারা বের হয় তখন Ginger কে এক নেকড়ে আক্রমন করে। এরপর শুরু হয় তার মাঝে পরিবর্তন। শরীরের বিভিন্ন জায়গায় লোম গজানো শুরু হয়।
সাথে সাথে তার শারীরিক পরিবর্তনও শুরু হয়।
এই পর্যন্ত শুনলেই মনে হবে এটি অন্য WEREWOLF মুভির মত। কিন্তু পার্থক্য এখানেই। এখানে WEREWOLF হয়ে মানুষ খুন করা নিয়েই গল্প এগিয়ে যায়নি। নেকড়ের আক্রমনের পরে দুই বোনের মানসিক পরিবর্তন মুভির প্রধান বিষয়।
My Rating :
Acting : 5.5/10
Direction : 6.5/10
Script : 6.5/10
Gore/Effects : 6.0/10
Overall : 6/10
MDB Rating : 6.9/10
Ginger Snaps
টরেন্ট লিঙ্ক ন
Martyr’s
কিছুদিন আগে এক ফ্রেঞ্চ হরর দেখছিলাম। নাম INSIDE.আবার যখন দেখলাম আরেকটা ফ্রেঞ্চ হরর তখন দেখা শুরু করলাম। আর কি দেখলাম নিচে পড়েন
মুভির শুরু এক অর্ধনগ্ন এবং রক্তাক্ত মেয়েকে দিয়ে যে এক পরিত্যক্ত বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। পরে তাকে হসপিটালে ভর্তি করা হয়। কিছুই সে মনে করতে পারে না।
শুধু জানে তাকে আটকে রাখা হইছিলো এবং তার উপর অত্যাচার করা হয়। সেখানে মেয়েটির সাথে আরেক মেয়ের বন্ধুত্ব হয় যে তাকে সব ঝামেলা থেকে দূরে রাখে। তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। মুভির প্রথমভাগ এখানেই শেষ হয়।
পরবর্তীতে দেখা যায় দুইজন ই বড় হয়ে গেছে এবং অত্যাচারিত মেয়েটি তার উপর যারা অত্যাচার করে তাদের খুঁজে বের করে হত্যা করছে।
আপাতদৃষ্টিতে মুভি এখানে শেষ মনে হলেও এরপরেও অনেক নাটকীয়তা থেকে যায়। কেন তাকে অপহরণ করে অত্যাচার করা হয়?মেয়ে দুটির কি হল?
সব যদি আমি বইল্যা দেই তাইলে মুভি দেইখা মজা পাইবেন না। তাই প্রশ্নগুলা থাকুক এইভাবেই।
My Rating:
Acting : 6.5/10
Direction : 6.0/10
Script : 6.5/10
Effects : 7.0/10
Overall : 6.5/10
IMDB Rating : 7.0/10
Martyr’s
টরেন্ট লিঙ্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।