আমাদের কথা খুঁজে নিন

   

info@bcb-cricket.com

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

ভারত-শ্রীলংকার ৩য় টেস্ট ম্যাচ এর প্রাক্কালে ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের মাসকট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সচীন, ধোনি, সাঙ্গাকারা ও জয়াবর্ধন। তো বাংলাদেশের ক্যাপ্টেনকেও তো আমন্ত্রণ দিতে পারত, তাই নয় কি? তো বিসিবি কেন এই ব্যাপারে প্রতিবাদ করে নাই ? ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ, ভারত ও শ্রীলংকা। । বাংলাদেশ ওয়ানডে ও টেস্ট খেলুড়ে দেশ । বর্তমান অবস্থান ৯ম ।

আরে বিশ্ব সেরা অলরাউন্ডার আমাদেরই । সুতরাং তবুও কেন বাংলাদেশকে উপক্ষে করা হল০? এই বলে ইমেইল পাঠিয়ে দিয়েছি, আপনারাও দেন । তাহলে হয়ত বিসিবির টনক নড়বে আশা করি । সম্মিলিত প্রতিবাদই জয় ডেকে আনে । এই পোষ্টে যারা মাইনাস দিয়েছে তারা ভারতীয় বাঙ্গালী মন হচ্ছে ।

তো দাদাদের উদ্দ্যেশে বলছি, আমি কিন্তু ভারতীয়দের নীচু করছি না বরং তাদের ভুল ধরিয়ে দিচ্ছি । ভুলে যাবেন না, আমরাও কিন্তু আয়োজক !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।