ihzaka@yahoo.com হুপফূল মানসিক স্বচ্ছতায় বিশ্বাসী.. কিছুটা বাদর কিছুটা নিরিহ কিসিমের! তবে, অনেক বড় স্বপ্ন দেখে এদেশটাকে নিয়ে, যেখানে একদল শিক্ষিত তরুন ঘূণে ধরা রাজনীতিকে সত্যিকারের পরিবর্তণের পথে চালিত করতে নোংরা, হিংস্র সামপ্রদায়িকতামুক্ত, প্রকৃত দেশপ্
সত্যিকারের একজন ভাল মানুষ হতে চাই!
বিচিত্র এই ভুবনে বাবা মার কাছে ভাল ছেলের গুণাবলী একরকম
আবার ভাইবোনের কাছে অন্যকিছু!
স্কুল কলেজের ফ্রেন্ডদের কাছে ভাল হতে লাগে পুরন কিছু ভীন্নদাবি
প্রেমিক কিংবা প্রেমিকারা আবার তাদের প্রিয়জনকে ভাল পেতে
খুটিয়ে দেখে একেবারেই আলাদা কিছু গুণাবলীতে!!
আসুন জেনে নেই একজন সত্যিকারের ভালমানূষের গুণাবলীতে ব্লগারদের কার কেমন প্রত্যাশা!
সত্যিকারের ভাল মানুষের গুণাবলী:-
১.
মিথ্যা বলা পরিহার করেন , দম্ভ দেখাবেন না (প্যাঁচনাই)
২.
চাইনা ভালো হতে। ভালো'র ভাত নাই। (রিমঝিম বর্ষা)
৩.
মিথ্যা বলা পরিহার করেন ,
দম্ভ দেখাবেন না
মেজাজ ঠান্ডা রাখুন
গালাগালি বাদ দিন (কাঊসার রুশো)
৪.
সহজ সরল থাকা। (আলিম আল রাজি)
৫.
ভাল মানুষ হওয়া বড় কস্টের কাজ (শ। মসীর)
৬.
ধৈর্যশীল হওন এবং সেক্রিফাইজ করতে শিখুন।
(ইঞিঃ মশিউর রহমান)
৭.
একটা মুখোশও লাগে।
আকাশের তারাগুলি
৮.
ক->.মন পরিস্কার রাখতে হবে
খ->.পজিটিভলি ভাবতে হবে। সব ব্যাপারে না হোক অধিকাংশ ব্যাপারে। জেরী
৯.
সহজ মানুষ হতে চাই। পারি না।
আমি চেষ্টা করি আমার জীবনে আসা প্রতিটা মানুষকে আলাদাভাবে গুরুত্ব দিতে।
আমি খুবই ফালতু টাইপ একটা মানুষ।
তবু জীবনে অনেক অনেক ভালবাসা পেয়েছি
হয়তো এই একটা বিষয় সযতনে খেয়াল রেখেছি বলে!
ত্রাতুল
১০. ভাল মানূষ
রাজসোহান
১১.
আমার দৃষ্টিতে ভাল মানুষের অন্যতম প্রধান গুন হচ্ছে- প্রতিপক্ষের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং তারপর সুচিন্তিত মতামত দবেন।
কোন ভাল মানুষ কখনো ব্যাপক মিথ্যাচার অথবা আন্দাজ অনুমান করে কাউকে দোষারোপ করতে পারেন না।
মোহাম্মদ লোমান
১২.
আমার মা খুব ছোট থেকেই অনেক ভদ্রতা বা নৈতিকতার শিক্ষা দিয়ে এসেছেন।
আরো একটু বড় হলে বলেছেন, "যেকোন কাজ করার আগে দেখবে তোমার ভেতরে আমার শেখানো মোরালিটিগুলো একটা মতামত দেয়। যখনি দেখবে সেই মোরালিটি তোমাকে কিছু করতে বাধা দিচ্ছে তখন সেই কাজটা কোরো না। তাহলেই কাজটা ভাল হবে। আর এমন কিছু করবে না যেটা একজন মানুষের ক্ষতি করে। কারো ক্ষতি করে তুমি কখনো বড় হতে পারবে না।
" অদ্ভুত হলো আমি সত্যি যখন কোন বড় সিদ্ধান্ত নিতে গিয়েছি, ভেতরের বিবেক আমাকে অনেক গাইড করেছে। আমি মিথ্যা বলি নি এমন বলবো না; তবে এমন মিথ্যা কখনো বলি নি যেটা কারো এতোটুক ক্ষতি করে।
কিন্তু সবকিছুর পর-ও বলবো আমি "ভাল" মানুষ কখনোই হতে পারি নি। ভাল মানুষের সংজ্ঞা সবসময়-ই খুব ধোঁয়াটে আমার কাছে। ঊশৃংখল ঝড়কন্যা
১৩.
দোস্ত প্রতিদিন সকালে উঠে তুমি দাতব্রাশ করবা তাহলেই ভাল মানুষ হবা।
ফ্রি পরামর্শ দেয়না কি খাওয়াবা এবার? শূণ্য উপত্যকা
আমি আমরা সবাই প্রতিদিন অন্তত একটা মন্দ অভ্যাস ত্যাগ করে এমনসব ভাল গুণাবলী রপ্ত করতে সচেস্ট হব!! অন্তত দিনে একটি করে হলেও!!
জানি, ভাল মানুষ হতে হলে অনেক অনেক যোগ্যতার্জন করতে হবে! একদিন কিংবা দুদিনের ভালমানষীতে সত্যিকারের ভাল হওয়া কখনই সম্ভব না! পারফেক্ট ভাল মানুষ না হোক অন্তত ভাল মানুষের কিছু গুনতো প্রাকটিস করতে পারব!!
আপনাদের স্বরব উপস্থিতি কামনা করছি!!
বিনিদান্তে হুপফূলফরইভার August 03, 2010.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।