আমাদের কথা খুঁজে নিন

   

দেব নারায়ন মহেশ্বর দের যথাপযুক্ত বিচার চাই

আমি এবরশনের বিপক্ষে

বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ১৬ কোটি মানুষের দেশের ৯০% মানুষ মুসলমান। ইসলাম অন্য ধর্ম ও ধর্মালম্বীদের সবচাইতে বেশী নিরাপত্তা দিয়েছে। কিন্তু আজ দু:খের বিষয় ইসলামকেই সবচাইতে বেশী আঘাত করা হচ্ছে। আমরা দেখেছি জামায়াতের মুজাহিদ কে মহানবী সা: সম্পর্কে কটুক্তি করার কারনে রিমান্ডে নেয়া হয়েছে।

দেব নারায়ন মহাদেব সাহেব কোরআন এর প্রকৃত তথ্য না জেনে শুনে তার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছে। সে বলেছে সূরা সাফফাতের ৯৯-১২২ আয়াতের কোথাও নাকি ঈসমাইল আ: কে কোরবানীর কথা আল্লাহ বলেননি বরং ইসহাক আ: কে কোরবানির কথা বলা হয়েছে। এর পর ঈসমাইল আ: এর পরিবর্তে নাকি কোন পশু কোরবানির কথা বলা হয়নি। সে কোরআন না পড়েই এ মন্তব্য করেছে। ইবরাহীম আ: এর প্রথম স্ত্রী সারা আ:।

যার গর্ভে কোন সন্তান হয়নি। পরে ইবরাহীম আ: বিবি হাজেরা কে বিবাহ করেন। এবং তার গর্ভেই জন্ম নয় ইবরাহীম আ: এর প্রথম সন্তান হযরত ঈসমাইল আ:। নবী ইবরাহীম আ: স্বপ্নে তিনবার দেখেন তার সবচাইতে প্রিয় বস্তু কোরবা্নী দেয়ার কথা। নবীদের স্বপ্নই ওহী।

আল্লাহ যদি সরাসরি কোন আদেশ প্রেরণ করতেন হযরত ঈসমাইল আ: কে কোরবানী করার জন্য তবে এটা সব মানুষের জন্য বিধান হয়ে যেত। এটা স্বপ্ন এর মাধ্যমে জানিয়ে ইবরাহীম আ: কে ঈমানের চুড়ান্ত পরীক্ষা নেয়া হয়েছে। এবং ইবরাহীম আ: যখন ঈসমাইল আ: কে এই কথা জানালেন তখন তিনি জবাবে বলেছিলেন,"আপনি আমাকে সবরকারীদের সাথে পাবেন। " এরপর গায়েবী আওয়াজ আসার পর একটি ভেড়া কোরবানী করেছিলেন হযরত ইবরাহীম আ:। কোরবানীর ঘটনার পর আল্লাহ হযরত ইসহাক আ: এর জন্মের সুসংবাদ দেন।

(তাফসীর মারেফুল কোরআন,মাযহারী দেখুন)। দেবনারায়ন মহেশ্বর কোরআন কে মিথ্যা প্রতিপন্ন করেছে। ভারতে শিবসেনারা বাবরী মসজিদ ভেংগে দাংগা বাধিয়েছে। এ পর্যন্ত ২২০০ বার দাংগা হয়েছে। কিন্তু বাংলাদেশে আল্লাহর রহমতে এক বারের জন্যও দাংগা হয়নি।

রাম ও বাম বাদী সম্প্রদায় এ দেশে সংঘাত সৃষ্টি করতে চায়। হাংগামা সৃষ্টি করতে চায়। আমরা শান্তি চাই। একজন প্রকৃত ধর্মালম্বী কখনও অন্যের ক্ষতি করতে পারেনা। যারা বিভেদ সৃষ্টি করতে চায় আমাদের মধ্যে তাদের বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা নেয়ার জন্য সরকার কে আহবান জানাচ্ছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।