আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ থেকে পানির বদলে পড়েছিল মাংস!



১৯৭৬ সালের ৯ মার্চ। যুক্তরাষ্ট্রের আকাশে সেদিন অন্য দিনের মতোই জ্বলজ্বলে রোদ খেলা করছিল। পুরো আকাশের কোথাও ছিল না এক টুকরো মেঘ। সাদা মেঘের ভেলা অবশ্য দ্রুতগতিতে এদিক-সেদিক ছোটাছুটি করছিল। এ অবস্থায় বৃষ্টি হবে বা হতে পারে, কেউই ধারণা করতে পারেনি।

কিন্তু মেঘহীন আকাশ থেকে হঠাৎ করে বৃষ্টি নামা দেখে সাধারণ মানুষ একেবারেই থ বনে যায়। হায় হায়, এ কী! আকাশ থেকে যে টপাটপ ঝরে পড়ছে থলথলে মাংসের টুকরো! ওইদিন মানুষ প্রকৃতির এমন লীলাখেলা দেখে অবাক হয়েছিল তো বটেই, অনেকে ভয়ও পেয়েছিল। বিস্ময়কর এ ঘটনাটি ঘটেছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ দিকে লাউসভিল শহরে। অ্যালিন ক্রাউস নামে এক নারীর বাড়ির আঙিনা থেকে দুই-তিন মাইল এলাকাজুড়ে এই মাংসবৃষ্টি হয়েছিল। মাংসের টুকরাগুলো ছিল তিন-চার ইঞ্চি সমভূজাকৃতির।

মজার ব্যাপার হলো, ওইদিন এমন মাংসের টুকরো দেখে বেশিরভাগ মানুষ ভয় পেলেও কৌতূহলী লোকের সংখ্যাও কম ছিল না। অন্তত দু’জন ব্যক্তি সেই মাংসের টুকরোগুলো সংগ্রহ করে এর স্বাদ উপভোগ করার জন্য। রান্না করে খেয়ে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিনিধিকে তারা বলে, এ মাংসের স্বাদ বড় চমৎকার। খেয়ে কোনো ধরনের সমস্যা হয়নি তাদের। আসলেই প্রকৃতির লীলা বোঝা বড় দায়!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।