আমাদের কথা খুঁজে নিন

   

কিছু সুখ ছুঁয়ে দেখতে পারি


কিছু সুখ ছুঁয়ে দেখতে পারি সরসিজ আলীম কাঁটাবনস্থ বর্ষার বইমেলা ০১ আগস্ট ২০১০ শুরু হয়েছে। ১১:০০টায় শুরু হ’য়ে বিরামহীন চলছে রাত ৮:০০টা অবধি। জাকজমকপূর্ণ, স্বাচ্ছন্দময় পরিবেশে দেশি-বিদেশী সৃজনশীল-মননশীল বই, শিশুদের বইয়ের বিপুল সম্ভার নিয়ে বসেছে এ মেলা। ইতিমধ্যে পাঠক,লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকের পদভারে মুখর এ প্রাঙ্গণ। প্রতিদিনই চলছে বিষয় ভিত্তিক আলোচনা।

২য় দিনের আলোচনায় অংশ নেন ররেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও আনিসুল হক। বরাবরের মতোই হাসান আজিজুল হকের জ্ঞানগর্ভ আলোচনা উপস্থিত শ্রোতাবৃন্দকে মূগ্ধ করেছে। প্রাণ খুলে কথা বলেছেন আনিসুল হক। কবি শামসুর রাহমান মঞ্চে বর্ষার গান পরিবেশিত হয়েছে। চলেছে লেখকদের আড্ডা।

ভালোলাগায় আচ্ছন্ন ক’রে রাখার মতো পরিবেশ। আসুন এ অপার সুখের ভাগিদার হোন। বর্ষার বইমেলার ৩য় দিনে থাকছে আমাদের কথাসাহিত্য নিয়ে আলোচনা। আলোচনার জন্য অতিথি থাকছেন কথাসহিত্যিক সেলিনা হোসেন। গান থাকছে।

কবিতা আবৃত্তি থাকছে। কবিকণ্ঠে পাঠ থাকছে। আর অফরন্ত আড্ডা তো থাকছেই। ভালো থাকবেন। বর্ষার বইমেলার ২য় দিনের কিছু ছবি আমরা দেখতে পারি।

খুব আগ্রহ নিয়ে মেলাতে ঢু দিয়ে গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। মেলার উদ্বোধনী দিনের কিছু ছবি:
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।