পতাকা চাই ছাদে ছাদে দেশের পক্ষে।
এরই নাম কি বিশ্ববিদ্যালয় শিক্ষা??শিক্ষা নামের এক প্রহসন ছাড়া এর নাম আর কিছু হতে পারে বলে আমার মনে হয়না।যার যা ইচ্ছা সে তাই ই করবে??আজ যা হল ক্যাম্পাসে তার কোন ব্যাখা হয়না।আমার ভাবতেই অবাক লাগে এরি নাম কি চবি?আজ তো মনে হয় মা-বোন্দের সম্মান করার ধারা কি হতে পারে তা আমাদের প্রশাসন জানেইনা।ছিঃ ছিঃ ধিক ধিক অমানুষ ছাড়া আর কি বলতে পারি এদের?৮ দিনের আন্দোলন কি তাদের অবস্থান থেকে তাদের নড়াতে পারেনি??আমার রেজাল্ট দেওয়ার কথা ছিল ২৫ তারিখ আর আমার Project Show হবার কথা ছিল ৯ তারিখ।মাথা ওয়ালাদের বুদ্ধির মূল্য কি আমাদের দিতে হবে?কারো কাছে জানা থাকলে জবাব দিবেন দয়া করে...!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।