আমাদের কথা খুঁজে নিন

   

৪০ ঘণ্টা পরও বিদ্যুৎবিচ্ছিন্ন বরগুনা

শনিবার সন্ধ্যা নাগাদ এই চার উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা সচল হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বরগুনা জেলার নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক লাইনের উপর প্রচুর গাছ পড়েছে। এতে করে অসংখ্য জায়গায় বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। তা ঠিক করতে একটু সময় লাগবে।
ঝড়ের পর পরই বিদ্যুৎ বিভাগের একশ’ কর্মী কয়েকটি টিমে ভাগ হয়ে কাজ শুরু করেছে বলে জানান নির্বাহী প্রকৌশলী।
 জেলা প্রশাসক মো. আব্দুল ওয়াহাব ভূঁইয়া জানান, বিষয়টি তারা তদারকি করছেন।
এদিকে বিদ্যুৎ না থাকায় এ চার উপজেলার মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।
ইতোমধ্যে এসব জায়গায় ইন্টারনেট ব্যবস্থাও নাজুক হয়ে পড়ায় সংবাদকর্মীদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে বলে জানান দেশের প্রথম কমিউনিটি রেডিও স্টেশন লোকবেতারের স্টেশন ব্যবস্থাপক মনির হোসেন কামাল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।