আমাদের কথা খুঁজে নিন

   

সরে দাঁড়ালেন শারাপোভা

মহিলাদের র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা শারাপোভা ছিটকে পড়লেও শীর্ষে থাকা সেরেনা জিতেছেন সহজেই। শুক্রবার স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে ৬-২, ৬-০ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি।
নিজের অসুস্থতা প্রসঙ্গে টুইটারে শারাপোভা লিখেছেন, “গত সপ্তাহে অসুস্থ হওয়ার পর আমি পুরোপুরি সেরে উঠতে পারিনি। গত রাত (বৃহস্পতিবার) থেকে আমি আবার অসুস্থ।”
তার এই বক্তব্য অবশ্য যথেষ্ট গোলমেলে। বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের স্লোন স্টিভান্সকে ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন শারাপোভা। আর গত সপ্তাহে মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠলেও হেরে যান সেরেনার কাছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।