বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি
শূণ্যতায় মেলে দেই জীবনের ডানা
রোদেলা দুপুরের বিষণ্নতা।
নিরব নীলাকাশ নির্মল মেঘে ঈগলের অলস গতি।
অবসাদে ভর করে নিভে যাওয়া জ্যোতি।
এ জীবনের কোনই মানে নেই
জীবন হবে শুধুই গতি
গতির নেশায় ডানা ঝাপটানো ক্ষিপ্র পাখি,
শূণ্যতায় মেলে দেই জীবনের ডানা
রোদেলা দুপুরের বিষণ্নতা
যেন ডানা ভাঙ্গা আহত পাখি।
......................................................ডন আলীম, ০২.১০.২০১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।