আমাদের কথা খুঁজে নিন

   

খুব সহজেই পরিবর্তন করুনঃ FAT 32 থেকে NTFS ফাইল সিস্টেমে



উইন্ডোজ সেটআপ দেয়ার সময় আমরা প্রায় NTFS ফাইল সিস্টেমে ফরমেট দিয়ে থাকি। কিন্তু প্রায় সময় দেখা যায় আমাদের বাকী ড্রাইভ গুলোর ফাইল সিস্টেম FAT32 থেকে যায়। সেদিন আমার পিসি তে SOLID WORKS 2009 কপি করার সময় দেখি ফাইল কপি নিচ্ছেনা। দেখাচ্ছে ড্রাইভ ক্লীন করতে হবে অথচ আমার ড্রাইভে ঠিকই জায়গা আছে। এমন সময় মনে পড়ল পুরানো দিনের কথা।

প্রিন্স অফ পার্সিয়া ইন্সটলেশন এর সময় একবার এই ঝামেলা হয়েছিল। পরে জেনেছিলাম কিছু ফাইল আছে যেইগুলা নাকি NTFS ফাইল সিস্টেম সাপোর্টেড ড্রাইভ অথবা পার্টিশন ছাড়া কপি হয় না। আগে এই পরিবর্তন করতাম PowerQuest Partition Magic দিয়ে। কিন্তু আমার কাছে এটি সেই মূহুর্তে ছিল না। পরে গুগলে সার্চ মেরে খুব সহজ একটি পদ্ধতি পেলাম।

প্রথমে RUN এ cmd লিখে আপনার কমান্ড প্রম্পটি চালু করুন। এরপর নিচের কমান্ড টি লিখুনঃ C:\> CONVERT এক্স: /fs:ntfs এক্স এর জায়গায় আপনি যে ড্রাইভ এর ফাইল সিস্টেম চেঞ্জ করতে চান সেই ড্রাইভের নাম দিন ( D/E/F........). এরপর আপনার কাছে ওই ড্রাইভটির ভলিউম লেভেল জানতে চাওয়া হবে। সেই নামটি দিন আর এন্টার মারুন। এরপরে যা আসবে চোখ খোলা রেখে শুধু Y চাপুন আর এন্টার মারুন। আর শুধু অপেক্ষা করুন।

হয়ে গেল কোন রকম ঝামেলা ছাড়া FAT32 থেকে NTFS পরিবর্তন। এরপর শুধু পিসি রিস্টার্ট মারুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।