আমি সবার চক্ষুষূল
আমি হইলাম এক্কেরে hardcore জামাই (gamer)!
এতদিন আমার বৌ আছিল gigabyte এর pci express card: GeForce 8400 GS.
এইটে!
১ বছরের ওয়ারেন্টি থাকা অবস্থায় ২বার বৌ মারিছি এবং ২ বারই ওয়ারেন্টির পাওয়ারে নতুন আরেকটা শালী আনিয়াছি!
কিন্তু ১টা বছর দ্যাখতে দ্যাখতে চলিয়া গেল আর আমার সুখের দিনও ফুরালো ।
কিছুদিন আগে সর্বশেষ শালীটাও মরিলো । কিন্তু এইবার আর ওয়ারেন্টির পাওয়ার খাটাইতে পারিলাম না।
তাই বাধ্য হইয়া ৪৫০০ টিকা কাবিনে আজ আরেকখান বিয়া-ই করি ফেললুম।
দ্যখেন তো কি রকম হইলো আমার ২ নম্বর বৌ!
এইটে হইলো XFX pci express: GeForce 9500 GT
- PCI Express 2
- 512 MB (DDR2)
- 550 MHz core
- Full Microsoft DirectX 10 Shader Model 4.0 support
- OpenGL 2.1 support
লগে ১ বছরের ওয়ারেন্টি তো আছেই
দেহি, নতুন বৌ সার্ভিস দেয় ক্যামন!
বৌ এর লগে ২টা পোলা মুটামুটি মুফতেই পাইছি
এরা হইলো:
আর
তয় আপচুচ
বৌ পোলা কাউরেই আপাতত টেষ্ট করিবার সুযোগ পাচ্চিনা!
কারণ কাইল আমার পরিক্কা
আমার বাসর করা হইলো না রে.....
শ্বশ্বুর আব্বা (পরীক্ষা!) বড়ই পাষান...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।