maanush84@yahoo.co.uk
তোমরা যারা হইছ হারা দেইখা বনলতা,
হাজার বছর খুটছো মাথা, কাব্য ভরা খাতা,
বৃথাই তোমার কাব্য সাধন, করছো মাথা নষ্ট
মিস সুলতা শ্রেষ্ট নারী কইছে কবি পষ্ট।
তাজা গুলাব খোমায় তাহার মেকাপ দিবা রাত্র,
রুপে তাহার আগুন জ্বলে যৌবন ভরা গাত্র।
পাখীর বাসার মতন আহা বনলতার চক্ষু
মিস সুলতার কাজল নয়ন, ঘুচল আমার দুঃখু।
বনলতার চুলের বাহার বহু জাগায় দেখছি।
হয়নি দেখা মিস সুলতার মতো নারী সেক্সি।
এত কিছুর পরেও ভাবো বনলতাই শ্রেষ্ট!
নাটোর গিয়া মরো তুমি, মিলবে নাকো কেষ্ট।
*এই পোস্টাখানা পড়ে অনুপ্রাণিত হয়ে লিখা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।