আমাদের কথা খুঁজে নিন

   

মনে পড়ে বন্ধু তোদের....

কোন সিস্টেম সাম্যাবস্থায় থাকা কালে যদি এর কোন নিয়ামক পরিবর্তন করা হয় তাহলে সিস্টেমের অবস্থান এমনভাবে পরিবর্তত হবে যেন সেই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়

মনে পড়ে বন্ধু তোদের.... সেই ছোটবেলা থেকে আজ অবধি, আমি ভুলতে পারবোনা। সেই কুয়ার্টারের ছোট মাঠে, ১ ২ ৩ ৪ বিল্ডিংয়ের ছাদে একসাথে কত খেলা করেছি। ৩ তালার সেই কোনার বাসাটায় ছক্কা মেরে বল পাঠালে ২০ টাকা পুরস্কার পেয়েছি। পুকুরে ডুবাতে নেমে কত বেলা যে পার হয়েছে বেলা ১২ টা থেকে ৩ টা! চোখে যখন সব কিছু নীল দেখতাম তখনো কি ডুবানো থামাতে চাইতাম? প্ল্যান মত বাসায় যেয়ে ১ টা প্যারাসিটামল খাইতাম। জ্বর তো আনা যাবে না!!! আগামিকাল আবার ডুবাতে হবে না! তার পর যখন একটু বড় হতে শুরু লাগলাম, নদীর পাড়, ধান খেতে আড্ডতে শুরু করলাম। মনে পড়ে সেই প্রথম সিগারেটে টান দেয়া!! ফাস্ট পিরিয়ডের পর জংজলের ভিতর টংয়ে জিবনের প্রথম কলব্রীজ খেলা শেখা! পেয়ারা আম চুরি করতে যেয়ে গাছের মালিকের দৌড়ানি খাওয়া! এমন কনো গাছ কি ছিল নাগালের বাইরে? শীতের রাতে নদীর উপার চুরি করে করে খেজুরের রস খেতে যেয়ে, খোদ গাছের মালিককেই রস অফার করা । কাকু রস খাবেন নাকি? "কি আর খামু বাবা! গাছ তো আমারই"! কিভাবে ভুলি আমি একথা! কোনো ভাবেই সম্ভব না! মনে পড়ে এস এস সি এক্সাম শেষ, প্রথম সিদ্ধিতে আসক্তি! আরে শান্তি!! রেজার্ল্ট শেষে পন পরে আসক্তি মুক্তি! কি না পেরেছি আমরা!!! মনে পড়ে সেই দিনের কথাগুলো, গার্লস স্কুলের সামনে দিয়ে সারা দিন রিকসা নিয়ে ঘুরে ঘুরে, রিকসা ভারা দিতে গিয়ে দেখি কারো পকেটেই টাকা যে নেই, এখন কি হবে? কার বাসার গাছের কাঠাল কেটে রিকসাওয়ালার ভারা মিটিয়েছিলাম, মনে আছে! অগোনিত সব সৃত্মি লিখি আর কত! চারন করতে গেলেই রাত ভোর হবে!! সেই আমার দিনগুলোকে ফিরে পাবো কবে?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।