আমাদের কথা খুঁজে নিন

   

(⊙▂⊙) ছবিতে ওয়াটার রিফ্লেক্সশন ব্যবহার করে এনিমেটেড ছবি বানানোর সহজ একটি সফটয়্যার… মাত্র ৩ মেগাবাইটে !!!

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
ছবি এডিটিং করতে প্রায় সবাই ভালোবাসে। কিন্তু প্রায় সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়। কিন্তু আপনার ছবিকে সুন্দর করার চেষ্টা থেমে থাকেনা। যারা নিজের ছবিকে এনিমেটেড করতে চান তাদের জন্য সহজ এবং আদর্শ একটি সফটয়্যার Make Picture With Water Reflection। ছোট্ট এই সফটয়্যার দ্বারা আপনার পছন্দের যে কোন ছবিতে ওয়াটার রিফেক্সলেশন ব্যবহার করে gif এনিমেটেড ছবি বানাতে পারবেন।

এছাড়া অন্যান ফরমেটেও আপনার এডিটিং করার পর কম্পিউটারে সংরক্ষন করতে পারবেন। http://www.mirrorcreator.com/files/1W4T2YIM/ অথবা Click This Link http://www.mediafire.com/?aufp49189i9zjoc Click This Link সফটয়্যারটি ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করুন এবং তারপর ছবি এডিটিং করার জন্য Reflet.exe এপ্লিকেশন’টি চালু করুন। ১. সফটয়্যার’টি চালু হবার পর open এ ক্লিক করে ইচ্ছেমত একটি ছবি আপলোড করুন। ২. তারপর Animation এ ক্লিক করার পর আপনার ছবিটির প্রিভিউ দেখতে পাবেন। ইচ্ছে করলে সাইজ রেজুলেশন ইত্যাদি এডিট করতে পারবেন।

৩.সর্বশেষে Export এ ক্লিক করে ফরমেট নিবার্চন করে ছবিটি আপনার কম্পিউটারে সেভ করুন। আশা করি সফটয়্যার’টি আপনাদের ভাল লাগবে এবং কাজে আসবে…
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।