পূর্ব কথা
পুরানো ঢাকার ঐতিহ্যবাহী ব্রডব্যান্ডের সার্ভিসে অতি সন্তুষ্ট (!) হয়ে আর টিকতে পারলাম না । অবশেষে অফলাইন জীবন । পড়ালেখার চাপে পড়ে নেটের ভূত কয়েকদিনের জন্য বনবাসে গেল । কিন্তু আর কয়দিন থাকা যায় ? খোজ শুরু করলাম ভাল সার্ভিসের । ওয়ার্ড(Wired) ব্রডব্যান্ড নেয়া যাবে না , EDGE এরও করুন অবস্থা , 3G এখনও আসে নাই ! পথ বাকি খালি WiMax না হলে BTCL এর ADSL ।
Banglalion
প্রথম প্রথম যখন Qubee এর কভারেজ ম্যাপ দেখলাম আমার এলাকায় লাইন নাই , তাছাড়া ১২৮ কি.বি. এর জন্য মাসে প্রায় ১০০০/- ও দিতে চাচ্ছিলাম না । তাই Banglalion এর খোজ নিলাম । দেখি কভারেজ এর মহা জটিল অবস্থা ! জায়গা জায়গা এক চিমটি এক চিমটি কভারেজ । অর্থাৎ এমন অবস্থা যেন আমার বাড়িতে আছে পাশের বাড়িতে নাই ! আমার জীবনেও এমন নেটওয়ার্ক দেখি নাই ! তবু ওদের ধানমন্ডি সেন্টারে গেলাম । এমনভাবে কথা বলল যেন পুরো বাংলাদেশ কভার করে ফেলসে ।
চানঁখারপুলেই নাকি ৩টা বেস স্ট্শেন ! ভালইতো নিলাম পল্টনের সিগন্যাল টেষ্টের লোকের ফোন নম্বর । ফোন দিতেই চক্ষু কপালে । আমার এখানে নাকি একটুও কানেকশন নাই ! দুই সপ্তাহ ফোনেই ঘুরালো আসাতো দূরের কথা ম্যাপে তাহলে কভারেজ দেখায় কেন এটাও বলতে পারলো না ।
BTCL এর ADSL
তারপর আশা করলাম BTCL এর ADSL এর । লাইন ফি ২০০০/- + মডেম ফি ২৭০০/- লাগবে ।
ভালইতো । তাছাড়া BTCL এখন কোম্পানি হয়েছে , অন্যকোন ঝামেলাও হবে না । গেলাম BTCL অফিসে । আমার আবার একটু ঘোরা ফেরা করার অভ্যস । ঘুরতু ঘুরতে চোখে পরল আমাদের এলাকায় লাইনের নম্বর শেষ আর লাইন দেয়া হবে না ! তবুও ভিতরে গেলাম , এক ভদ্রলোক (!) আমাকে নিজে এসে রিসিভ (!) করলেন ।
কথা বার্তায় পরিস্কার হল সরকারি সার্ভিস অভ্যাসের দাস । শুধু কানেকশন নিতে খরচ হবে প্রায় ৪০০০/- (২০০০/- সরকারি চার্জ + ২০০০/- ইয়ে !) । অর্থাৎ নেটের মোট খরচ পড়বে কমপক্ষে ৭০০০/- । ফুরুৎ করিয়া উড়িয়া গেল আমার নেটের ভূতন্কর চৌধুরী ।
হঠাৎ Qubee নেয়া
এবার ZOOM ছাড়া উপায় নাই ।
তবুও মন লিমিটেড কানেকশন নিতে চাইছিল না । আরেক বার ঢু মারলাম Qubee এর সাইটে । এবার দেখি পুরানো ঢাকার অধিকাংশ জায়গা কভারেজে এসে পড়সে । ব্যাস , এবার দৌড় Qubee এর দিকে । মাল্টিপ্ল্যানে যেয়ে কথাবার্তা সেরে আসলাম ।
মডেম ৩০০০/- + প্রথম মাসের চার্জ(১৫% ভ্যাট সহ) দিয়ে লাইন নিতে হবে । কানেকশন না পেলে টাকা ফেরত দিয়ে দিবে !!! তাই মাসিক চার্জের (প্রায় ১০০০/-) চিন্তা বাদ দিয়ে নিয়ে নিলাম একটা কানেকশন ।
কিন্তু চালানোর কিছুক্ষণের মধ্যেই অবস্থা খারাপ ! ডাউনলোড ঠিক আছে , Speed Test ও ঠিক আছে কিন্তু ব্রাউজিং করতে গেলে কান্না আসে । ঠিক করলাম আর এক টেস্টিং তারপর ফিরত । হঠাৎ মনে হল Windows 7 মেরে দেখি , হতে পারে Vista বা আগের লাইনের কোন সেটিংয়ের জন্য ঝামেলা হচ্ছে ।
প্রায় ১ বছর পর নিজ সিস্টেমে OS সেট আপ দিলাম । ব্যস তাপর থেকে সব মাখ্খন (!) । স্পিড ১৪-১৬ K.B. এর নিচে নামে না । ডাউনটাইমও প্রায় নাই । তবে আপলোড ডাউনলোডের ১/৪ ভাগ (আমার ১২৮ এ মাত্র ৩২) যা প্রচন্ড বিরক্তিকর ।
মডেমটাও জোশ । আইপি টেলিফোনিংয়ের ব্যবস্থা আছে, সরকার লাইসেন্স দিলে চালানো যাবে । তাছাড়া আমর এক বন্ধুর খবর পেলাম ওর কানেকশনে সমস্যা হওয়াতে Qubee এর লোক যেয়ে ফ্রিতে আউটডোর এন্টেনা দিয়ে এসেছে । ফলে আমি কিছুটা নিশ্চিন্ত সার্ভিসে সমস্যা হবে না ।
এক নজরে Qubee
ভাল দিক:
১. লাইন ভালই , ডাউনটাইম নাই (প্রায়) ।
২. মডেমটাও ভাল ।
৩. যে স্পিড বলেছে তা থাকে ।
৪. মডেম সেটাপের ঝামেলা নাই , Plug & Play ।
মন্দ দিক:
১. আপলোড মাত্র ১/৪ ।
২. কাস্টমার প্যানেলের অবস্থা দেখলে হাসি পায় ।
৩. কাস্টমার কেয়ারে ফোন দিলে ২ মিনিটের আগে ধরে না ।
৪. আনলিমিটেড হলেও পুরা আনলিমিটেড না ।
[সার্ভিস সম্পর্কে এগুলো একান্তই ব্যাক্তিগত মন্তব্য । অন্যকারো অভিজ্ঞতা এর সাথে নাও মিলতে পারে । ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।