আমাদের কথা খুঁজে নিন

   

এক শর্টাকটে একাধিক ফাইল খোলা

monna091@yahoo.com

শর্টাকাটের সবচেয়ে বেশী ব্যবহার হয় ডেক্সটপে। আর একটি শর্টকাটের সাহায্যে শুধমাত্র একটি মাত্র ফাইল/প্রোগ্রাম/ফোল্ডার খোলা যায়। কিন্তু একটু চালাকি করলে একটি মাত্র শর্টকাটের সাহায্যে একাধিক ফাইল/প্রোগ্রাম/ফোল্ডার খুলতে পারবেন। এজন্য প্রথমে (Start Menu -> Accessories -> Notepad) নোটপ্যাড খুলুন। এবার যে যে প্রোগ্রামের বা ফাইলের শর্টকাট করতে চান সেগুলোর লোকেশন নিচের মত করে লিখুন। Start “” &#xSy;stemRoot%\System32\mspaint.exe Start “” “C:\Program Files\Internet Explorer\IEXPLORE.EXE” Start “” &#xSy;stemRoot%\System32\calc.exe Start “” “F:\Personal\Documents\Mehdi.doc” এবার MyFavorites.bat নামে ডেক্সটপে সেভ করুন। ব্যাস এখন থেকে MyFavorites টি চালু করলে উপরোক্ত প্রোগ্রাম ও ফাইল চালু হবে। আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরারে পছন্দের ওয়েবসাইট চালু করতে চান তাহলে শেষে ওয়েব সাইটের ঠিকানা যোগ করুন। যেমন, Start “” “C:\Program Files\Internet Explorer\IEXPLORE.EXE” “mehdi-akram.tk”| এভাবে আপনি চাইলে আরো প্রোগ্রাম, ফাইল বা ফোল্ডার যোগ করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।