একদিকে গার্মেন্টস এ অস্হিরতা আর আরেকদিকে জিহাদি বই সহ অস্র উদ্ধার এবং আলামত জংগীকারখানার ।
সরকার যদি আন্তরিক না হবে তবে বেতন বারালো কেন । চালের দাম তো আগের থেকে কম ।
এতকাল বেতন ছিল ১৬০০ টাকা । এখন সরকার করল ৩০০০ টাকা ।
এক ধাক্কায় ডাবল । সরকারকে আরো টাইম না দিয়ে মাঠে নেমে গেল । ভাংচুর শুরু করল ? হামলা হয়েছে কূটনৈতিক জোন, আবাসিক এলাকা । গার্মেন্টস শ্রমিকরা এই এলাকা ভাংচুর কেন করবে ?
গুলশান এভিনিউয়ের দু'পাশের ভবনগুলোয় ব্যাপক ভাংচুর চালায় ইসলামী ব্যাংক বাদে ---
** ব্যাংক অব ইন্ডিয়া
** ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান
** কমার্শিয়াল ব্যাংক অব সিলন
** স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
** এক্সিম ব্যাংক
**মার্কেন্টাইল ব্যাংক
** ব্যাংক এশিয়া
** সোশ্যাল ইসলামিক ব্যাংক
** এনসিসি ব্যাংক ও ওয়ান ব্যাংক
** চেকোস্লোভাকিয়া কাউন্সিলরের কার্যালয়
** গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টার
** কুমুদিনী ট্রাস্ট
** শপার্স ওয়ার্ল্ড
** নাভানা টাওয়ার শপিং কমপ্লেক্স
** হাবিব সুপার মার্কেট
** সুপার শপ আগোরা
** নাফি টাওয়ার
** উদয় টাওয়ার
** বে'জ গ্যালারি
** নাভানা ফার্নিচার
** লোটাস কামাল টাওয়ার-২
** সুবাস্তু ইমাম স্কয়ার
** মলি টাওয়ার
** আরএম সেন্টার
** জব্বার টাওয়ার
** হোটেল ওয়াশিংটন
** রূপায়ণ সেন্টার
** রয়াল থাই রেস্টুরেন্ট
** নাভানা টওয়ারের একটি চশমার দোকানসহ বিভিন্ন শপিংমলের কিছু দোকানে ভাংচুরের সময় লুটপাট করে
----- এই কাজগুলো কি শ্রমিকদের ? এরা আগে তো এমন করেনি !
ইসলামী ব্যাংকে কোন আক্রমন হয়নি , ভাবেনতো এত ব্যাংক ভাংলো অথচ দেশের ১নং ব্যান্কটা ভাংগলোনা । ঘটনা কি ??
*** সকাল ৮ টায় তেজগাও এলাকার গার্মেন্ট শ্রমিকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাস্তায় নামতে শুরু করে।
তাদের সবার হাতে ঐ সময় ছিল রড বা লাঠি ----- তার মানে কি ? তারা ভ্যাজাল করবে এই প্রিপেয়ারেশন তাদের কেন ছিল ?? তারা কি সরকারের ডিসিশন জানত ?? নাকি ডিসিশন যাই হোক ভ্যাজাল আমরা করবই - কোনটা ?
সকাল ১১টার দিকে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তায় জড়ো হওয়া শ্রমিকদের আলোচনায় বসার প্রস্তাব দেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির। --- কিন্তু তারা আলোচনায় না বসে বিক্ষোভ কর্মসূচী চালাতে থাকে । রাস্তা বন্ধ করে রাখে । গতকাল ছিল বিসিএস পরীক্ষা । ঢাকা শহরে তারা এমন ভাবে গন্ডগোল করে যা ছিল ওয়েল প্ল্যানড এবং বোল্ডলী মোটিভেটেড ।
বিসিএস পরীক্ষা দিতে সারা দেশ থেকে মানুষ আসবে ঢাকায় । আর তাদের যদি এভাবে রাস্তায় আটকে রাখা যায় বা পরীক্ষা আটকে দেওয়া যায় তবে মাথা গরম করে তারাও সরকারের বিরূদ্ধে অবস্হান নেবে । সরকার বিদ্যুৎ দেয়না আবার পরীক্ষাও দিতে দেবেনা ! মানে যত দোষ ঐ সরকারের । এই বুদ্ধি তো শ্রমিকদের মাথায় আসার কথা না । আর এই বুদ্ধি যদি শ্রমিকদের মাথায় আসতো তবে তাদের দিনে দিনে তো এই দূর্গতি হতনা ।
৮০ % বেতন ব্রিদ্ধির পরেও ডিপলোমেটিক যোন , ফাইনানশিয়াল ইনষ্টিটিউট আক্রমন (ইসলামী ব্যাংক বাদে ) যদি এই আন্দোলন হয় তবে এতকাল ১৬০০ টাকায় চাকরি কেমনে করছে এরা ?
শুধু তাই না ঢাকার সাথে গাজীপুর , জয়দেবপুর , নারায়নগন্জ , আশুলিয়া , সাভার এবং ঢাকার গুলশানে একযোগে একদফা নিয়ে সম্মিলিতভাবে এরা আক্রমন শুরু করে । সময়ের পার্থক্যও বেশী না ।
কিভাবে সম্ভব গার্মেন্টস কর্মীদের দ্বারা এই আন্দোলন করা ??? গত মিনিমাম ৭ বছর ধরে ১৬০০ টাকার বেতনের গার্মেন্টস কর্মীরা ৮০% বেতন বারার পরেও এইভাবে ঝাপায় পরল এবং তা কো-অরডিনেট করল কিভাবে ??
৫২ এর ভাষা আন্দোলন ও ৬৯ এ এমন কো-অরডিনেশন ঘটেছিল কিনা দেখার দরকার আছে ।
গত মিনিমাম ৭ বছর ধরে ১৬০০ টাকার বেতনের গার্মেন্টস কর্মীরা ৮০% বেতন বারার পরেও যারা এই রকম ওয়েল ডিসিপ্লিন আন্দোলন করে তারা তো রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবে নিমিষে । আর এতদিন নিলইবা না কেন ??তাদের হিউম্যান রাইটস ভায়োলেশন হয় কিভাবে ?
--- ব্লগার ভাইয়েরা কিছু কি গন্ধ পান আপনারা ??
আর আরেকটা ব্যাপার ।
কিছু গোলাবারূদ ধরা পরছে মিরপুরে
একটি এসএমজি
তাজা হ্যান্ড গ্রেনেড
৩৬টি গ্রেনেড তৈরি খোল
গুলিভর্তি পিস্তল
৪০ কেজি গান পাউডার
আর কিছু জিহাদি বই --------------
এইগুলা কারা কেন আনছে - আপনাদের কাছে কি মনে হয় । ও আরেকটা কথা গত বুধবার সরকার ধর্মভিত্তিক রাজনিতী বন্ধ করেছে । ল্যান্ডমার্ক এই রায়ের কপি পাবেন : এখানে
মানে বিষয়টাকি এমন যে ধর্মভিত্তিক রাজনিতী বন্ধ , যুদ্ধাপরাধীদের বিচার এর জন্য তারা কৌশলে এসব করাচ্ছে । আসল শ্রমিকদের এর সাথে কোনই সম্পর্ক নাই ??
৮০ % বেতন বারার পরেও শ্রমিকরা কোন কথা বার্তা ছারা দেশের ডিপলোমেটিক যোন , ব্যাংক এবং তাও আবার ইসলামী ব্যাংক বাদে ভাংচুর করবে কেন ??
আর শুক্রবার সরকারী ছুটির দিনে সকাল বেলা দুপুর বেলা জুম্মার নামাজের কথা বাদ দিয়ে রাস্তা ব্লক করবে কেন ? শ্রমিকরা কিভাবে বুঝবে যে দেশ থেকে আসা বিসিএস পরিক্ষার্থীরা বিপদে পরলে সরকার ও প্রবলেমে পরতে পারে ? শ্রমিকরা কি আজকাল বিসিএস পরিক্ষারও খোজ রাখে ?? আপনারা কি মনে করেন ??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।