আমি একজন নিরাপদ ব্লগার ভ্যাম্পায়ার পুরোপুরি মিথলজিক্যাল ক্যারেক্টার হলেও এদের সম্পর্কে মানুষের আগ্রহের কমতি নেই! এমন প্রচুর মানুষ আছেন যারা বিশ্বাস করেন যে সত্যি সত্যিই ভ্যাম্পায়ার বলে কিছু আছে এবং তারা আমাদের মাঝেই বসবাস করে। যারা রাত হলেই রক্তের সন্ধানে বেরিয়ে পড়ে আর সুযোগ পেলেই মানুষের ঘাড় মটকে রক্ত খায়! তাই ভ্যাম্পায়ারদের ওপর আজতক কম টিভি সিরিজ বানানো হয়নি!
ভ্যাম্পায়ারদের ওপর নির্মিত তেমনই এক টিভি সিরিজ The Vampire Diaries। সিরিজটি তৈরি করা হয়েছে L. J. Smith এর The Vampire Diaries নভেল সিরিজ থেকে।
এক নজরেঃ The Vampire Diaries
নামঃ The Vampire Diaries
আইএমডিবি রেটিংঃ 8
আমার রেটিংঃ 7
প্রথম অন-এয়ার ডেটঃ September 10 , 2009
ব্রডকাস্টিং চ্যানেলঃ CW
ডেভোলাপারসঃ Kevin Williamson, Julie Plec
Mystic Falls এর দুই টিনএজার Elena Gilbert এবং Jeremy Gilbert, যারা সদ্য তাদের বাবা-মাকে কার-এক্সিডেন্টে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবার চেস্টা করছে। একদিকে জার্মি গিলবার্ট মৃত বাবা-মা'র শোক ভোলার জন্য ড্রাগের আশ্রয় নিচ্ছে, আরেকদিকে এলেনা গিলবার্টও স্কুলে ফিরে গিয়ে তার বন্ধুদের মাঝে হাসিখুশি থেকে তার কস্ট লুকিয়ে রাখার চেস্টা করে যাচ্ছে।
এরকম একটা পরিস্থিতে স্কুলে Stefan Salvatore নামে এক সুদর্শন স্টুডেন্ট এসে ভর্তি হয়, যাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় এলেনার, যা পরবর্তীতে রুপ নেয় ভালোবাসায়। কিন্তু এটা তার অজানা যে যে স্টেফেন আসলে ১৬০ বছরের পুরোনো ভ্যাম্পায়ার! ওদিকে স্টেফেনের পিছু পিছু এসে হাজির হয় তারই আরেক ভ্যাম্পায়ার বড় ভাই Damon Salvatore যে একই সাথে সুদর্শন, স্বার্থপর, পুরোপুরি কেয়ারলেস এবং বদমেজাজী - এক কথায় কমপ্লিট ব্যাড বয় প্যাকেজ! জানা যায় এই দুই ভাইয়ের বেশ পুরোনো ইতিহাস আছে মিস্টিক ফল্স এ। ডেমনের আগমনের একমাত্র উদ্দেশ্য তার ছোট ভাইয়ের ওপর প্রতিশোধ নেয়া যা করতে গিয়ে সে মিস্টিক ফল্সের একের পর এক মানুষের রক্ত খেয়ে যায়। ওদিকে আবার তার নজর পড়ে তার ছোট ভাইয়ের সুন্দরী গার্লফ্রেন্ড এলেনার ওপর। তাই সে সুযোগ খুঁজতে থাকে এলেনাকে বশে এনে তার রক্ত খাবার জন্য।
ডেমন কি পারবে তার ভাইকে থামাতে? সেকি পারবে এলেনাকে তার ভাইয়ের হাত থেকে বাঁচাতে? এমন সব প্রশ্নের মধ্যে দিয়ে এগিয়ে যায় The Vampire Diaries এর কাহিনী।
এই সিরিজটি মূলতঃ টিন ড্রামা আর বিভিন্ন সুপারন্যাচেরাল ক্রিয়েচার এর সমন্বয়ে তৈরি, যার কাহিনী আবর্তিত হয় এলেনার পরিবার এবং তার বেস্ট ফ্রেন্ড Caroline Forbes, Bonnie Bennett, Matt Donovan এবং Tyler Lockwood কে ঘিরে, যারা সবাই সমবয়সী টিনএজার। তাদের সবার জীবন ওলটপালট হয়ে যায় যখন Salvatore Brothers, ৫০০ বছরের পুরোনো ভ্যাম্পায়ার Katherine Pierce এবং The Originals এর মতন ১০০০ বছরের পুরোনো সুপারন্যাচেরাল ক্রিয়েচাররা তাদের ছোট্ট শহরে এসে তাদের চিরচেনা জীবনটাকে আজীবনের জন্য বদলে দেয়। যদিও মিস্টিক ফল্সকে ভ্যাম্পায়ারদের হাত থেকে রক্ষা করার জন্য শহরের প্রতিষ্ঠাতা পরিবারদের সমন্বয়ে গঠিত একটি Town Council আছে, কিন্তু সর্ষের ভেতরে ভূতের মতন সেই ভ্যাম্পায়ার দমনের কাউন্সিলেই ঢুকে পড়ে ডেমন স্যাল্ভাটর। ফলে তাদের কোন প্রচেস্টাই শেষ পর্যন্ত খুব একটা কাজে আসে না।
কারন মিস্টিক ফল্স শুধুমাত্র ভ্যাম্পায়ার দিয়ে হন্টেড না, এখানে আরো আছে হিংস্র Werewolf, ব্ল্যাক ম্যাজিকের ক্ষমতাসম্পন্ন Witch এবং ওয়্যারউল্ফ আর ভ্যাম্পায়ারের সম্মিলনে তৈরি আরেক নতুন প্রজাতি-Hybrid, যারা প্রত্যেকেই মিস্টিক ফল্সের জন্য একেকটা বড় হুমকি।
এ পর্যন্ত সিরিজটির চারটি সীজন টেলিকাস্ট হয়েছে। এরই মধ্যে CW চ্যানেলটি আসছে ফল-এ পাঁচ নম্বর সীজন বের করার ঘোষনাও দিয়ে দিয়েছে। সুতরাং আপনি যদি ভ্যাম্পায়ারদের ফ্যান হয়ে থাকেন, তাহলে আজই বসে যেতে পারেন সিরিজটি দেখতে! কারন এই সিরিজটি অন্যান্য ভ্যাম্পায়ার সিরিজের মতন শুধু ঘাড় মটকে রক্ত খাওয়া আর হার্টের মধ্যে স্টেইক গেঁথে দেওয়াতেই সীমাবদ্ধ নয়! প্রগাঢ় ভালোবাসার জের ধরে কাছের মানুষদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন, সুপারন্যাচেরাল ক্রিয়েচারদের ক্ষমতার এবং বুদ্ধির জোরে অন্যদেরকে হারিয়ে টিকে থাকার লড়াই, পৃথিবীতে ভ্যাম্পায়ারদের আদি রহস্য, অতিভৌতিক ক্ষমতাসম্পন্ন উইচদের কালো যাদু , অসাধারন ক্ষমতাবান হাইব্রিড যে কিনা একই সাথে ভ্যাম্পায়ার এবং ওয়্যারউল্ফ! - কি নেই এতে! এমনকি আপনি যদি কোনদিন কোন ভ্যাম্পায়ারের কামড় খেয়ে মারা যাবার পর ভ্যাম্পায়ারও হয়ে যান, তখন আপনাকে কি কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে নিজেকে টিকিয়ে রাখতে হবে, সেটাও আপনাকে বেশ ভালোভাবে শিখিয়ে দেবে এই সিরিজ! এর পরও সিরিজটি দেখার জন্য আর কোন কারন দরকার আছে কি?
The Vampire Diaries Season One
ডাউনলোড লিংকঃ Complete Season One
The Vampire Diaries Season Two
ডাউনলোড লিংকঃ Complete Season Two
The Vampire Diaries Season Three
ডাউনলোড লিংকঃ Complete Season Three
The Vampire Diaries Season Four
ডাউনলোড লিংকঃ Complete Season Four
দেখা হলে কেমন লাগলো জানাতে ভুলবেন না!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।