আমাদের কথা খুঁজে নিন

   

৫ টি বর্ষণ খুদে কাব্য

আমার মাঝে একজন কবিকে আমি লালন করি

(১) বৃষ্টি ঝরে , বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরলেই তার কথা, কেন এত বেশি মনে পড়ে? (২) আষাঢ় - শ্রাবণ মাস ঝরে বারিধারা হৃদয়ে ঝরিছে বারি -বছর জুড়িয়া অজস্র ধারা। (৩) তুমি আর সে ভিজছো - বৃষ্টিতে বৃষ্টি ছিল আমারও মাঝে মেঘে নয় দৃষ্টিতে। (৪) মিষ্টি মিষ্টি দৃষ্টি তোমার ঘোমটায় ঢাকা মাথা মিনতি করছ আমাকে নয় আমার হাতের ছাতা। (৫) পরেছিলে নীল শাড়ি নীল ছিল আকাশ জানতে না শ্রাবণ মাস হঠাৎই কালো হবে আকাশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।