হঠাৎ ফোনটা বেজে উঠল
দুস্ত,
কাল নাকি আমার পরীক্ষা,
আমি বললাম আচ্চা আচ্চা তো কিসের পরীক্ষা…
বলল যে বিসিএস (BCS)…আমি বললাম তাইতো আমার ও তো আছে মনে হয়, দাড়া আমি চেক করে নিচ্চি। পরে বললাম যে হ্যেলো দুস্ত, আমারওতো পরীক্ষা।
আমি বললাম দুস্ত, তোর কেন্দ্র কোথায় পড়ছে, বলল গার্হস্থ্য অর্থনীতি কলেজ…বল্লাম জীবনেতো ঐটাতে বসার সোজোগ পেলিনা কাল সেই সুভাগ্যটা হল…পরে সে বলল তোর কোথায় পড়েছে…পরে খুজে দেখলাম ইডেন মহিলা কলেজ…দুস্ত্র কি হাসি মনে হয় নির্ঘাত হাসতে হাসতে মারা যাবে…বলল দুস্ত তোরতো দেখি আমার চেয়ে বড় কপাল…আমিও তখন হাসতে শুরু করলাম…
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।