বেঁচে থাক হৃদয়, বেঁচে থাক হৃদ্যতা
ধর্মকে আমাদের দেশের কর্তাব্যক্তিরা ভয় পায় এ বিষয়ে নিশ্চয় কারো সন্দেহের অবকাশ নেই। আসলে ধর্মটাকে মানুষ ঠিক জানেনা বলেই সেটাকে এতো ভয় পায়। ধর্মটাকে ভাঁজ করে আলমারিতে তালা মেরে রাখলেই বোধয় ধর্মের চাহিদা পূরণ হয়ে যায়। যারা ধর্মকে রাজনীতিতে আনতে রাজি নন, তারাকি কখনো ধর্মকে বিশ্লষণ করেছেন? ধর্ম কাকে বলে এবং ধর্মের কাজ কি-এসব বিষয়ে কখনো তারা জানতে আগ্রহী নন।
কোন রাজনৈতিক দলের রাজনৈতিক আদর্শকে আমরা তাদের রাজনৈতিক ধর্ম বললে নিশ্চয় কারো কোন আপত্তি থাকার কথা নয়।
কারণ কোন ব্যক্তি বা গোষ্ঠী যা বিশ্বাস করে এবং যা তাদের কর্মসূচীর মূলনীতি হিসেবে বিবেচিত হয়- তাই ঐ ব্যক্তি বা গোষ্ঠীর ধর্ম বলে বিবেচিত হয়। ইসলাম ধর্ম যদি কোন রাজনৈতিক দলের রাজনৈতিক আদর্শ হয় তবে তা রাষ্টীয় স্বার্থে কোন ক্ষতির কারণ হতে পারে না। কারণ ইসলাম ধর্ম নিষ্চয় এদেশে নিষিদ্ধ নয়। তাই ইসলামকে রাজনৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করে কোন দল যদি তার কার্যক্রম চালাতে চায় তবে কারো স্বার্থে আঘাত লাগার কথা নয়। আর একটি দেশের জনগন কেবল একটি আদর্শের অনুসারী হতে নাও পারে।
তাই যদি ধর্মভিত্তিক রাজনীতি, আমি বলবো, যদি ধর্মীয় আদের্শর রাজনীতি নিষিদ্ধ করা হয় তবে তা প্রতক্ষ্যভাবে ধর্মকেই নিষিদ্ধ করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।