ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
সময়কাল ২০০৬...আমার ভালো অর্ধেক (বেটার হাফের বাংলা তো তাইই!) তখন কোরিয়াতে...কম খরচে ফোনাফুনি করার জন্য কিছু উপায় খুজতেছিলাম...সেই সময় পাই ইন্টারনেটকলস.কম নামক সাইটটি...সে সময়ের দুর্বল নেট দিয়াও আমি এই সফটওয়্যার দিয়ে টানা ৬০ মিনিট কোরিয়াতে ফ্রি ফোনে কথা বলেছিলাম!!
এই ধরণের অসংখ্য সফটওয়্যার আছে...সবগুলিতেই বেশ কিছু দেশে (অনেক গুলো দেশেই) ফ্রি ফোনে কথা বলা যায়...আর ক্রেডিট কার্ড/পে প্যাল/মানিবুকারর্স দিয়ে ক্রেডিট কিনলে সবচেয়ে কম খরচে কথা বলার সুবিধা পাওয়া যায়...ফ্রি কথা বলার মেয়াদও অনেক বেশি পাওয়া যায়.....
একটি ডায়ালার সফটওয়্যার--সবগুলিই একইরকম
আমি সে সময় থেকে এখন পর্যন্ত এই ধরণের বহু সফটওয়্যার ব্যবহার করেছি...এদের অনলাইন ট্র্যানজেকশ্যান ১০০% সেফ (ক্রেডিট কার্ড ব্যবহার করলে সাধারণত: ৫০ সেন্টের একটা সার্ভিস চার্জ কাটে)....এই টাইপের কিছু সাইটঃ
12voip.com
actionvoip.com
budgetsip.com
calleasy.com
cheapvoip.com
dialnow.com
freecall.com
internetcalls.com
intervoip.com
jumblo.com
justvoip.com
lowratevoip.com
netappel.fr
nonoh.net
poivy.com
rynga.com
sipdiscount.com
smartvoip.com
smsdiscount.com
smslisto.com
sparvoip.de
voipbuster.com
voipbusterpro.com
voipcheap.co.uk
voipcheap.com
voipdiscount.com
voipian.com
voipraider.com
voipstunt.com
voipwise.com
voipzoom.com
webcalldirect.com
এদের প্রমোশন, রেট সর্বদাই পরিবর্তন হয়...তাই একাউন্ট ব্যালেন্স শেষ হয়ে গেলে রিচার্জ করার আগে এই সাইটটি ঘুরে দেখা উচিৎ...এরা সর্বদা সবগুলোরই রেট দেয় এবং এটা আপডেট করে...
প্রত্যেকটি সাইটে গেলেই বিস্তারিত জানা যাবে...প্রত্যেকটি সাইটেই ডায়ালার সফটওয়্যারের ডাউনলোড লিংক আছে...কল কোয়ালিটি চমৎকার...কানেকশন পেতে কোন ঝামেলা নেই...পৃথিবীর যে কোন জায়গা থেকে অনলাইনে ব্যবহার করার সুবিধা আছে...
যারা শুধুমাত্র ফ্রি একাউন্ট ব্যবহার করবেন....কিছু সীমিব্ধতা আছে (সপ্তাহে নির্দিষ্ট সময় কথা বলা যায়)...এছাড়া অতিরিক্ত ব্যবহার হলে আইপি ব্ল্যাকলিস্ট করতে পারে...সমাধান হলো নতুন নতুন একাউন্ট তৈরি করা এবং সম্ভব হলে ডায়নামিক আইপি ব্যবহার করা...
লাগবে একটি ভালো হেডসেট+মাইক্রোফোন...নেট স্পিড খুব বেশি প্রয়োজন হয় না...স্ট্যাবল কানেকশন থাকলেই হবে....
ফোন করার নিয়মঃ
১. সফটওয়্যারটি ডাউনলোড+ইনস্টল করে একাউন্ট তৈরি করে লগইন করতে হবে
২. স্টার্ট স্ক্রিণ এর নীচের দিকে একটা ঘর আছে সেখানে + অথবা ০০ দিয়ে কান্ট্রি কোড+এরিয়া কোড+ফোন নম্বর....যেমন কানাডার আবদুল কুদ্দুসের ফোন নম্বর হলো ৪১৬ (এরিয়া কোড)-১২৩-১২৩৪ তাহলে ফোন করতে হবে: +১৪১৬১২৩১২৩৪...ফোন চলাকালীন সময়ে এড্রেস বুকে নম্বরটি সেভ করে রাখার অপশন আসবে...আছে ভল্যুউম এডজাস্টমেন্ট এর সুবিধা....
তাহলে যারা চিপ/ফ্রি ফোন এর সুবিধা খুজতাছেন..হেড সেট+গো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।