নিজের নামের উপর একটা পোষ্টার লাগাতে চাই...। সকালে খুব গভীর ঘুমে সপ্নে বিভোর ছিলাম।
হঠাত ফোনে রিং বেজে উঠার শব্দ শুনলাম।
ঘুমন্ত অবস্থায় ফোন রিসিভ করে কানে লাগিয়ে হ্যালো বলতেই ওই পাশ থেকে মেয়েলী
কণ্ঠস্বর ভেসে আসছে।
"হাই,!
আমি "বিন্দু"!!!
আমি আসছি আপনার শহরে প্রিয় ফোনো তারকালাপে...!!
আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে চাইলে আগামী এতো এতো তারিখে এই নম্বরে!"
প্রতি মিনিট মাত্র ২ দিরহাম!
আর শুনার ইচ্ছে না করেই লাইনটা কেটে দিলাম।
এটা একটা রেকর্ডিং টাইপ কল ছিল রিপ্লাই করার সিস্টেম নাই।
নইলে বলতাম ওরে বিন্দু তোর চৌদ্দ গুষ্টিরে কি কইতাম।
সাত সকালে ফোন দিয়া কয় আমার সাথে ফোনালাপ করবে!
একে তো শুক্রবার তার ওপর গভীর সপ্নে বিভোর!
রাগে দুঃখে ইচ্ছা করতে ছিল বিন্দুরে ধইরা আছার মারতে
টাকা কি গাছে ধরে যে ফোন দিয়া তোর লগে প্রেমের আলাপ করমু?
এই গুলার চিন্তা ভাবনা দেখলে মাথা গিজগিজ করে।
টাকা কামানোর আর কোন ওয়ে নাই এই গুলার কাছে?
আর এই খানে ফোন অপারেটর কোম্পানি গুলা এমন কেন আল্লাহ জানে।
প্রত্যেক সপ্তাহ একটা না একটারে ধইরা আনে।
আর খুব মিষ্টি কইরা বলে আমি অমুক,আমি তমুক। আমার সাথে আড্ডা দিতে চাইলে এই্টা করেন সেইটা করেন।
প্রবাসিদের বাশ দেয়ার আর কোন রাস্তা পায় না বুজি ওরা?
আবাল জাতীয় মানুষ ছাড়া অন্য কেউ ফোন দিবো বলে আমার মনে হয় না।
এই গুলার কমনসেন্স হইল না এখনো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।