আমাদের কথা খুঁজে নিন

   

এক চুমুতে নিভিয়ে দে সূর্যজ্বলা আগুন

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

এইতো সেদিন প্রতিদিন ঘুম থেকে উঠে কপালে তোর একটি চুমুর লোভে চিৎকার করে উঠতাম মা.. তুই কাছে আসলে দু'হাতে তোর গলা জড়িয়ে তোর বুকে মুখ ঘসে নাক ঘসে শুষে নিতাম উষ্ণতা,তোর শরীরের ঘ্রাণ। সেদিন তুই চলে গেলি ,কিছুই না বলে নিরবে নিভৃতে আমাকে ফেলে গেলি জীবনের যাতাকলে আমার মাথার সাড়ে তিন হাত উপরে একটা গনগনে সূর্য জ্বলে আমি তোকে ডাকি -হেই মা ,জননী জন্মদাত্রী কোথায় তুই? আমারে তোর কাছে লইয়া যা নয়লে একচুমুতে নিভিয়ে দে সূর্যজ্বলা আগুন। আমার পূর্বপুরুষের নীতিবোধের প্রায়শ্চিত্ত আমি আর সইতে পারিনা।আমারে লইয়া যা। মানুষের অন্যায় জিজীবিষা,ইতর অভিলাষ দেখে ইচ্ছে হয় জীবনকে গ্রোগ্রাসে গিলে ফেলি। মা কোথায় তুই?আমাকে দেখছিস না? এইতো সেদিন যখন আমি আদর কাতর হয়ে কাঁপতে কাঁপতে ঝাপিয়ে পড়তাম তোর কোলে তোর উষ্ণতায় দূর হতো স্নেহশীত আজ আমি কত কাতর, কত কাঁপন আমার গায়ে তুই এসে দেখে যা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।