আমাদের কথা খুঁজে নিন

   

আমি কেন সবার মতো হবো

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!

মাগো্ তোমার দুষ্ট খোকাটাকে নিয়ে কেন চিন্তা এতো করো দূষ্ট খোকাটাকে দিয়েই তো মা তোমার কোমল আচঁল খানি ভরো তোমার খোকার দোষটা সবাই দেখে দেখেনা কেউ খোকার মাঝে বড় হবার যেসব স্বপ্ন জমা আছে একদিন তার সবটা হবে জড়ো তখন তুমি দেখে নিয়ো মাগো ঐ যে দুরের আকাশটাকে ছোব কষ্ট তোমার ঘুচে যাবে সাথে আমার সকল নালিশ গুলো ধোব, একটু বেশি ছুটোছুটি করে এখন না হয় আমার সময় কাটাই তাই বলে মা ছিড়তে কি আর পারো তোমার ভালোবাসায় বাঁধা নাটাই তোমার চাওয়া সবার মতো হয়ে একটু যেন ভালো কিছু করি ইচ্ছে আমার অনেক বড় মাগো তেমন ভাবেই নিজকে যেন গড়ি আমি কেন সবার মতো হবো ? বরং সবাই আমার মতো হোক আমার এই আমিকে আমি গড়বো এমন শক্ত করে আমার দিকে সবার যেন আটকে থাকে চোখ ! আমি কেন সবার মতো হবো বরং সবাই আমার মতো হোক ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।