আমাদের কথা খুঁজে নিন

   

কেও বলে ডাইল আর কেও বলে ক্যাট - একটি নিষিদ্ধ গান (World Premier) ডউনলোড লিংক সহ

ও গানওয়ালা, আর একটা গান গাও... আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই।
বাস কোস্টার সব সায়েদাবাদ ঘুরে কখনও বা কাকরাইল কমলাপুরে। গাবতলী এসে বাস যথারীতি স্টপ, ডাইনে বায়ে শুধু হর্ণ পপ পপ। নিথর বিআরটিসির যাত্রীরা চুপ হকারের হাক ডাক কানে আসে খুব। যারা চায় নেমে যায় ফেন্সীর তরে, সাথে সাথে মামুদের ডাক এসে পরে.. "অই লাগবো, অই লাগবো ডাইল..... কেও বলে ডাইল আর কেও বলে ক্যাট যে যাই বলুক তার ফিলিংসটা এক।

ষাটেটে ফুল ছিল তিরিশেতে হাফ হাফের উপর গেলে ছেড়ে দেয়া টাফ। কারো কারো সাথে থাকে সাল্টুর কল্কি, ফেন্সীর পরে গ্র্যাস দুনিয়াটা ভেল্কি! ওগো মা! দশ মাস যারে ধরলি পেটে সেতো মানুষ না। সব কিছুই, ভুলে গেছে সে নেশার তরে তোমার যাতনা। আরো কিছু কথা বলি চুপিচুপি গোপনে আমরাও ক্যাট খাই সংগীত জীবনে। খানিকটা ক্যাট খেলে গলাটা নাকি খোলে বেশ ফোক গাও রক গাও থাকবে সুরের রেশ।

সংগীত জগতের নাম করা শিল্পী ক্যাট খেয়ে গান করে সংগীতে হুমকি। আশেপাশে আছে তারা চুপিচুপি ক্যাট খায় তাই বলে ব্যান্ডের সবাই এডিক্ট নয়। ওগো মা! দশ মাস যারে ধরলি পেটে সেতো মানুষ না। সব কিছুই ভুলে গেছে সে নেশার তোড়ে তোমার যাতনা। ইদানিং কিছু কিছু বঙ্গ ললনা গোপনে যে ক্যাট খায় পিতা মাতা জানে না।

পুলিশরা ফুলিশ হয় কোন কিছু বোঝে না। ঘুষ খেয়ে চুপ যায় কোন কিছু দেখে না। কিডনীটা কাঁদে রোজ, লিভারটা নষ্ট মন বলে বেচে থাকো, কেন দাও কষ্ট। বললাম যা যা আজি কাওকে বলনা ধরে মাথা একটাই চলে যাবে পাবে না। শেষ কথা বলে যাই জীবন তো একটাই তারুণ্য ভেসে যাবে ফেন্সীর ধাক্কায়।

এসো এক সাথে বলি, ভাল ভাবে পথ চলি আর তাও যদি না শোন, ভাব ফাঁকা বুলি..... আহহহহহহহহ................................... নেশা খাবি খা, মারা যাবি যা। নেশা খাবি খা, মারা যাবি যা। নেশা খাবি খা, মারা যাবি যা। নেশা খাবি খা, মারা যাবি যা। ----------------------------------------------------------------------- সাইজ (মাত্র দেড়/১.৫৫ মেগাবাইট!) ছোট করার জন্য রেকর্ডিং এর মান একটু খারাপ স্টাইল - Nu metal বলা যায়।

গানটি শুনতে চাইলে কিংবা ডাউনলোডের জন্য নিচের লিংকে চাপুন: http://www.4shared.com/audio/UzdBNH6u/CAT_92.html ------------------------------------------------------------------------- আসল কথাটা বলে নেই, এই গানটা স্রষ্টা আমার এক কাজিন.... যার হাত ধরে অসংখ্য গান তৈরি হয়েছে, কিন্তু এক অদ্ভুত কারনে তা প্রকাশ উনি করেন না! সময় হলে আর আপনাদের সারা পেলে কিছু কিছু গান অবশ্যই এখানে আপলোড করবো। 'ডাইল' শব্দটা যেহেতু আমাদের সমাজে পরিত্যাজ্য তার জন্য ভাল উদ্দেশ্যে হোক কিংবা খারাপ, কিছু বোঝার আগেই বলি STOP!! তাই আর এই গানটি নিয়ে আমার নিজস্ব বিশেষ কোন মন্তব্য নেই! শুধু এটুকু বলা যায় দেশের কিছু সময় ক্ষন তুলে ধরার চেষ্টা আছে এ গানে। তবে আপনাদের সরব প্রতিক্রিয়া, মন্তব্য/রেটিং নিশ্চয়ই সমাদৃত হবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।