An Engineer needs not to be a perfectionist or a fastidious intellect. An Engineer needs to be someone who can keep pursuing the goal with whatever resources available at a particular moment.
আমরা কয়টা জীবন পাই?
প্রশ্নটির বিভিন্ন ধর্মের লোকের কাছে বিভিন্ন রকম উত্তর হতে পারে। ধর্মীয় আলাপের দিকে আমার আগানোর কোনো ইচ্ছা নেই; আমার কাছে এই প্রশ্নটার ব্যক্তিগতভাবে একটি উত্তর আছে। একটাই জীবন; কিন্তু অনেক কয়টি পূনর্জন্ম হতে পারে। আমার concept এর সাথে Buddhist দের rebirth এর concept এর কিছুটা মিল আছে। প্রতিটি কর্ম একটি নতুন জন্মের শুরু করে; ভালো কর্মের প্রতিদান হিসেবে তুমি আবারো নতুন রুপে আরো উন্নত হবে; আর পাপ-কর্মের প্রতিদান হিসেবে নতুন রুপটিও অবনত হবে।
এখানে জন্ম বলতে আমি আক্ষরিক জন্মের কথা বলছিনা, এই জন্ম হলো চেতনার; আত্মার ; বিশ্বাসের; স্বত্তার। প্রতিটি মূহুর্তে একজন মানুষ নতুন কিছু শিখে; সে নতুন কিছুর মুখোমুখি হয়; সে নিজের নতুন কোনো দিক আবিস্কার করে; সে কিছু বাস্তবতার মুখোমুখি হয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে কাজ করে আর; সেই সিদ্ধান্ত এর ফলাফল তার স্বত্তার উপর প্রভাব ফেলে তাকে সূক্ষভাবে পরিবর্তন করতে সক্ষম হয়।
কথাটা আমি প্রবল ভাবে বিশ্বাস করি। ধর্মচেতনা যাই হোক না কেনো; একটি মানুষের সৎকর্মে বিশ্বাস থাকার দরকার; কারন এটা না যে পরকাল এ কি হবে। কারন এটা; যে একটি ভালো কাজ; যেটার প্রতিদান যাই হোক না কেনো; যদি সেটা কারো উপকারে আসে ; তাহলে আপনি যেটা অনুভব করবেন সেই মানসিক শান্তিটা অতুলনীয়।
" There is nothing better in life than feeling good about yourself; even though you are standing in a pool of dirt and shit" কথাটি কোথাও শুনেছিলাম। কিছু মানে আছে কথাটির।
প্রতিটি মানুষ যে মূহুর্তে চায়, সেই মূহুর্ত থেকে নিজের জীবনে পরিবর্তন আনতে পারে। কারো জীবন কেউ নির্ধারন করে দেয় না। সে নিজে তার জীবনের মোড়গুলো নির্ধারন করে।
তাকে কারো কাছে জবাবাদিহি করতে হয়না, শুধুমাত্র নিজের কাছে । কারন জীবনটা নিজের। হারলে নিজের কাছে হারবো; আর জিতলেও নিজের জন্য জীতব।
আমার খুবই প্রিয় একজন বন্ধু আছে। যে আমাকে গালি দিতে অনেক ভালোবাসে।
তার প্রিয় কথা হলো; "তুই সবসময় হারতে ভালোবাসিস-স্বীকার কর!" । এর কারন, তার মতে; আমি নিজের সব ফ্রাস্টেশন গুলো সবাইকে দেখায়ে বেড়াই। হয়তবা সত্যি। অনেক সত্যি কথা আছে যেগুলো অনেকে জানেনা; বলিনা, হাসি ঝুলায়ে রেখে মজা করি। এর কিছু কারন আছে।
জীবনে সবাই সবকিছু পায়না; কিন্তু তার মানে এটা না যে হেরে গিয়ে সবাই "কেনো হেরে গেলাম" এই analysis নিয়ে মগ্ন হয়ে হতাশ হবে। হতাশা কি আসবেনা? আসবে। কেউ কি কখনো হারেনা? হারে। কিন্তু তারাই আগাতে পারে যারা তাদের হেরে যাওয়াকে ভূলে হেসে উড়িয়ে হেটে যেতে পারে।
যারা হারতে জানে তারাই জয়ের স্বাদ অনুভব করতে পারে।
আর হেরে আমি অভ্যস্ত; আর মেনে এগিয়েও জেতে আমি অভ্যস্ত; কারন জীবন একটাই; কিন্তু জন্ম অনেক কয়টি। প্রতিটি হার থেকে শিখে আমি আবার পূনর্জন্ম লাভ করি; প্রায়শ্চিত্ত আর আত্মশুদ্ধি করি; হারতে আমি ভালোবাসিনা; কিন্তু হার হতে শিক্ষা গ্রহন করে আমি নিজেকে উন্নত করি।
এইখানে একটা কথা বলে রাখা প্রযোজ্য। অনেকে আপনাকে নিয়ে অনেক কথা বলতে পারে। মানুষ কথা বলবেই এটা স্বাভাবিক।
মানুষ একটি সামাজিক পশু। এবং এই সামাজিক গবাদি পশুটি ঘাস না খেয়েও ঘাস খাওয়ার মত আচরন করে; এরা আপনার পরিস্থিতি না জেনে "দূর হইতে দূরবীক্ষন দিয়ে দেখিয়া কথা বলিয়া তাহাদিগর মনের 'খাউজানি' মিটাইতে কথা বলিয়া ঘাসের ন্যয় পান চর্বণ করিতে করিতে নতুন কোন শিকার খুজিতে মগ্ন হইবেন"। এই "সামাজিক পশু" দের কথায় পাত্তা দেয়ার কোনোই কারন নাই। ইহারা মজা গ্রহন করিতে অতি ভালোবাসেন। ইহাদের কাছে আপনার জন্ম-মৃত্যু ; ভালোবাসা ও ঘৃণা; সকলই মজার উদ্রেক করে।
কাজেই , কেউ যখন আপনাকে এসে বলবে যে আপনি "তাদের উপযুক্ত অথবা সমকক্ষ" নন; অন্যদিকে চলে যান; এর কারন, এইসব "কেস" দের কেউই আপনার হার-জীতের পিছনে দায়ী ছিলেন না। আপনি যা জয় করবেন তা নিজের দোষগুনেই করবেন। কারো দয়াতে না। কখনো কেউ হারতে ভালোবাসেনা; কিন্তু তারাই হারতে হারতে জিতে যারা লোকজনের দৃষ্টি অথবা বিরুপ মতামত অথবা অভিব্যক্তি কে উপেক্ষা করে নিজেকে বলে "না, আরেকবার। পারতে হবে।
কষ্ট হলেও উঠতে হবে। জিততে হবে। আরো হাজারবার হারবো; কিন্তু একবার জিতবো; এদের কারো বলার অধিকার নেই যে আমি হারতে জন্মিয়েছি। "
অনেক বছর আগে একবার হেরে গিয়ে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম নতুন করে জন্মাবো; আর ধ্বংস্বস্তুপ হতে উঠে দাড়াবো। আর দাড়িয়েছিলাম।
আবারো নিজেকে নতূন রুপ দেয়ার সময় এসেছে।
Make your life your own. Life will put you down, but you can choose to get back up.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।