নিজের বিষয়ে কিছুই বলিবার নাই
আসসালামু আলাইকুম,
শাবান মাস আসিলেই ''শবে-বরাত'' শবে-বরাত বলিয়া আমাদের দেশের কিছু আলেম এবং তাহাদের অনুসারীগণ মাতম শুরু করিয়া দেয়। এই রাত্রিতে নাকি মানুষের ভাগ্য লিখা হইয়া থাকে। কাজেই সারা বছর বাদ দিয়া শুধু এই রাত্রিতে ইবাদত-বন্দেগি করিলেই জান্নাতের পথ উন্মুক্ত হইয়া যাইবে।
কেহ-কেহ আবার হালুয়া-রুটির আয়োজন করিয়া ঘরে-ঘরে সাড়া ফেলিয়া দিয়া থাকেন। মোমবাতি জ্বালানো পটকাবাজিও ব্যাপকভাবে চলিতে থাকে।
অথচ
পবিত্র কোরআনুল করিমে এই শবে-বরাত বিষয়ে কিছুই বলা নাই।
সেইখানে ৯২ সংখ্যক সুরার নাম হইতেছে আল-লায়ল (AL-LAYL)।
যাহার অর্থ রাত (NIGHT)
দয়া করিয়া সুরাটি আরেকবার মনোযোগ দিয়া পাঠ করিবেন।
সেইখানে আল্লাহর পথে অর্থ ব্যয় করিবার (charity) রহিয়াছে।
আল্লাহকে ভয় করিবার কথা বলা হইয়াছে (guards against evil)
এবং ঈমানের উপর আস্থার কথা বলা হইয়াছে (believes in goodness)
এইসব জিনিস এক রাত্রির জন্য নহে।
বরং সারাজীবন ধরিয়া আল্লাহর এই হুকুম মানিয়া চলিতে হইবে।
পরম করুণাময় আমাদিগকে সহজ পথে সরল পথে চলিবার তাওফিক দিন।
ছহি-ছালামতে থাকিবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।