ব্যাস্ত থাকা সত্তেও লিখতে হলো, না লিখে পারলাম। আলেমদের মতে এবং হাদীস থেকে জানা যায় এটি একটি পবিত্র রাত ভাগ্য নির্ধারনের সময়। তাই সন্ধ্যা রাতের পর থেকেই আমলের প্রতি মনোনিবেশ করা উচিত কিন্তু তা না হয়ে পুরো উল্টো হয়ে যাচ্ছে। আমাদের মা বোনরা রুটি হালুয়া হাবি জাবি বানানো নিয়ে ব্যাস্ত হয়ে পরে, তারপর এগুলোকে বিলানোর পালা, আর বাসায় মেহমান আসলে আপ্পায়নের ব্যাস্ততা মানে মোট কথা একটা সাধারন দিনের চেয়ে আমরা এই দিনে বেশি ব্যাাস্ত হয়ে পড়ি, যেখানে নিজেকে অবসর রাখার কথা ছিল আমলের জন্য। এটা মনে রাখতে হবে ’ভাগ্য নিধারন আমলের দ্বারা হবে’। আসুন এই রীতি কে বিসর্জন দেই। আমরা শুরূ করলে আমাদের বাচ্চারাও শিখবে। তারাও শিখবে এই রাত আতশবাজীর জন্য নয়, ঘুরে বেড়ানোর জন্য নয়, বন্ধুদের গেট টুগেদারে জন্য নয়। দোয়া প্রার্থী আজকে জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।