কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু আমিই কি বুঝি তার কিছু
অনেকের কবিতা পড়তাম ভালোই লাগতো
আমি যে এখন কবিতা লিখবো,
এটা ভাবনার জগতেও ছিলো না।
আজ আসে পাসে কাউকে দেখতে না পেয়ে,
চুপিসারে লিখে বসলাম দুচার লাইন।
এটাকে কবিতা বলবেন না,
তাহলে কি বলা যায় বলেন তো।
কবিতা নামের ভবিতা!
না এইটা তেমন মানাইতেছে না,
কি দুচার লাইন লিখলাম আর কবিতা হয়ে গেলো,
আরে এটা কিছুই না পড়ে ছুঁড়ে ফেল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।