আমাদের কথা খুঁজে নিন

   

হায় আমগো দ্যাশ (পার্ট -২)

সব থাকতেও খুবই একাকী........

পার্ট-১ এ বলেছিলাম চলন্ত বাসের মাঝে সিগারেটখোর পুলিশ এর কথা . . . যাহোক তার পাশে বসেই রাস্তা শেষের ক্ষন গুনছিলাম,সামনেই চালক বসা । হঠাত্‍ বেজে উঠল হিন্দীগানের রিংটোন,চালক তার কাঁধের পাশথেকে (অদ্ভুত) মোবাইল বের করে কল রিসিভ করে কথা বলতে শুরু করলেন (চলন্ত বাস,ঠিক তার পিছনেই বসা আমাদের ধূমপানরত পুলিশ মহোদয়) ! বিবেক আমায় প্রশ্ন করল,এরা কী মানদন্ডে পুলিশ?!? ওদিকে চালক বলতাছে : আইতাছি আমি, ****পোর এত ল্যাং বাড়ছে যে আমার ভাইরে . . . . . আইজ ওগো কলেজ . . . চোদ্দগুষ্ঠী. . . (হাসতাছে পুলিশ ভাই). . . . আমি ভাবছি এরা আমাগো নিরাপত্তা দেয় ?!! এই পুলিশরা ?? কোথায় আছি আমরা ??? বাসচালকের শেষ কথা দিয়ে শেষ করবো , "আইজ ওরে বুঝাইয়া দিমু আমি কেডা , এত্তো বছর রাজনীতি করছি সাধে ?! (আমগো রাজনৈতিক,রাজনীতির ষ্ট্যান্ডার্ড !!!) মনটা অজান্তেই হেসে উঠলো !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।